আমাদের কথা খুঁজে নিন

   

আমার লেখা দুটি রোমান্টিক কবিতা

মানুষের ভালোবাসাই তো মানুষের জন্য সবচেয়ে বড় শক্তি,সফল হওয়ার পেছনে। " ১। দিয়েছি সেদিনই অধিকার, যেদিন ভালবেসে বলেছি, তুমি শুধু আমার। মনের উঠোনটা শুধু তোমারই কেউ আসবেনা হেঁটে বেড়াতে, ও শুধু তোমায় খুঁজে সারাক্ষণ যখন খুশি এসো, কী দিনে কী রাতে! আমি তোমার রাজা হয়ে নয়, তোমার আত্মা হয়ে থাকতে চাই। তোমার নিঃশ্বাসে শ্বাস নিতে চাই, মন ভালো করা গান শুনতে চাই, জ্যোৎস্না রাতে পাশাপাশি হাত ধরে হেঁটে বেড়াতে চাই।

তুমি আমার রাণী নও, আমার সবকিছু। আমার দেহ, মন, প্রান, আমার জানের জান। আমার ভালবাসার শেষ আশ্রয়। ২ একটা কবিতা লিখব বলে বসে আছি আনমনে, মনে পরে গেছে সেদিনের দোহারি রাতের কথা। মুখিয়ে থাকা চোখে , লোকিত গগনলোচন, শাওনের বারিপাতে অবিরত চলা দাদুরীর বচন।

পাশে এসে বসে থাকা গল্প বলা মেয়েটি, হঠাৎ চিমটি কাটে। তুষার নরম হাতটি অবলীলায় ধরে ফেলি। লাজুক আভায় অস্থির হয়ে উঠে তাকে আশ্বাস দেই, সুস্থির হয়ে বসার জন্য। মনে পরে যায় শৈশবের কিছু রঙিনক্ষণ। আদি, অনন্ত, অনিঃশেষ সে গল্প বলা।

বিরতিহীন কল্পনার মূলোৎপাটনে, রাত্রি ঘুমিয়ে পরে রবির সূচনে। তবুও আমার চোখে ঘুম নেই। আমি জেগে থাকি, সাথে মেয়েটিও। তার গল্প বলা থামে না। একটানা বলে যায়, আপন রঙের ভুবনে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.