আমাদের কথা খুঁজে নিন

   

ফানী জাতী

হাসিমুখে হিটলার—এমন ছবি কখনো দেখেছেন? দেখে থাকলে আপনি ভাই পৃথিবীর সৌভাগ্যবান মানুষদের একজন। অন্তত গুগলে তাঁর শ-খানেক ছবি ঘেঁটেও হাস্যোজ্জ্বল হিটলারকে খুঁজে পাওয়া গেল না। নাকের নিচে ছোট্ট গোঁফটাই শুধু শোভা পেত, তারও নিচে একজোড়া ঠোঁটে উদ্ধত অহংকারের আভা আছে, প্রচণ্ড রাগ কিংবা অভিমানও হয়তো খুঁজে পাওয়া যাবে। কিন্তু হাসি? নৈব নৈব চঃ। খবরটার সঙ্গে অবশ্য হিটলারের কোনো সম্পর্ক নেই।

কিন্তু কেন জানি না, অবচেতনভাবে খবরটা পড়ার পর প্রথমে হিটলারের রাগী রাগী হেডমাস্টারের ছবিটাই ভেসে উঠল। কোন খবর? বিশ্বজুড়ে একটা জরিপ হয়েছে। আর তাতে বিশ্বের সবচেয়ে কম ‘ফানি’ জাতি হিসেবে উঠে এসেছে জার্মানদের নাম। জার্মানরা বুঝি তাদের নামের মতোই বড্ড খটোমটো জাতি! ব্যাডু.কম নামের একটি ওয়েবসাইটে ১৫টি দেশে ৩০ হাজার মানুষের ওপর এই জরিপটি করা হয়। ভোট নেওয়া হয় বিশ্বের সবচেয়ে মজার আর সবচেয়ে কম মজার জাতির পক্ষে।

বিপুল ব্যবধানে সেই ভোটে ‘জিতে’ জার্মানরা হয়েছে কম মজার জাতি। আর মার্কিনরা হয়েছে সবচেয়ে ফানি জাতি। নিন্দুকেরা এই খবর পড়ে দুটো মন্তব্য করতে পারেন। মন্তব্য এক. মার্কিনরা সবচেয়ে ‘ফানি’ তো হবেই। তারাই তো নেহাত মজা করতেই ‘খেলিছে এ বিশ্ব-লয়ে’।

দ্বিতীয় মন্তব্যটি এমন: বাংলাদেশের নাম ওই আহাম্মক ভোটাররা বোধহয় শোনেনি। যে দেশ জাতীয় বড় বড় সমস্যাকে ফেলে রাজনীতির উটকো ঝামেলায় মেতে থাকে, তাদের চেয়ে ‘ফানি’ আর কে হতে পারে! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।