আমাদের কথা খুঁজে নিন

   

এক্সটেনশন রড ফর সিটিং এ্যারেন্জমেন্ট (ফানী পোষ্ট) ১৮+



সভ্য মাইনষেরা মাইন্ড কইরেননা কইলাম। একখান জোকস বারবার মনের মইধ্যে ঝামেলা করতাছে। ইতারে ঝাইড়া না ফেলন অব্দি শান্তি নাই। ছুডু পুলাপাইন পইড়োনা কইলাম। আন্নেরা মাইন্ড কইরেন না পিলিঝ... ......... ......... ....... ......... ......... ইবলিশ একবার চিন্তা করিল দীর্ঘ কাল হয় দুনিয়ায় যাইনা, একটু দেখিয়া আসি, আমার ফলোয়ার কূলের প্রগ্রেস।

উহারা যথা নিয়মে কর্ম করিতেছে কি না। দুনিয়ার বুকে অবতরন করিল ইবলিশ, নামিল একখানা মাঠে গরুর রূপ ধারণ করিয়া (দেশের ও স্থানের নাম উহ্য থাকাই শ্রেয়) মাঠে ৫ খানা বালক বৈকালিক ক্রিড়ায় মজিয়াছিল। আচম্বিতে তাহাদের খায়েশ হইল গরুর পৃষ্ঠদেশে আহরণের। ব্যাস, যাহা ভাবা তাহাই কাজ, তড়িৎ গতিতে তিন বালক ধেনু পৃষ্ঠে আহরণ করিয়া আনন্দ উপভোগ করিতে লাগিল। অবশিষ্ট ২ বালক দন্ডায়মান অবস্থায় ক্রন্দন করিতে লাগিল, তাহারাও গোপৃষ্ঠে উঠিতে চায় ।

কিন্তু চাহিলেই কি ইহা সম্ভব? আসন যে সীমিত। মহা বিপদ! কি উপায় করা যায়? ভাবিতে ভাবিতে এক বালক উপায় বাহির করিল। কোথা হতে জানি একখানা মুলী বাঁশ (অপরিচ্ছন্ন) লইয়া আসিল ও তাহার কিয়দংশ ধেনুর পশ্চাৎদেশে ............ (পাঠক অনুমান কিরয়া লইয়েন) করাইল। ব্যাস, হইয়া গেল অতিরিক্ত আসনের ব্যাবস্থা। ৫ সুপূত্র এবার একত্রে আরোহণ করিয়া দোল খাইতে লাগিল।

হঠাৎ দেখে গরু সব ছাড়িয়া উদ্র্ধশ্বাসে পলায়ন করিয়াছে। ছুটিতে ছুটিতে ইবলিশ ভাবিল, কচি বালক কূলের এই দশা, প্রাপ্তবয়স্কগনের কাছে গেলে না জানি কি দশা করিবে। আশা করি আগামী ১০০০ বৎসরের তরে ধরায় আগমনের প্রয়োজন পড়িবেনা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.