আমাদের কথা খুঁজে নিন

   

কামনার রসায়ন

চাঁদের দিকে হাত বাড়ালে তার আলো কিছুটা লেগে যায় চিত্তে বৈধব্যের শরীরে যৌনতার ঋজু খেলা শাড়ীর আন্তরনের ভাজে ভাজে শীৎকার ধ্বনি সাধ্বীর ভান পুড়ে ঠিকরে বেরোয় তীক্ষ্ণ আগুন রাখালের চোখ এড়িয়ে স্নায়ুতে মেশে বিষ। দান্দ্বিক স্বপ্নে বিভোর হয়ে তিমিরের মূঢ়তা সামাজিক আন্তরনে হাওয়া লাগে পাপের তাপে প্রহরব্যাপী ভাঙ্গতে থাকে অনুশাসনের দেয়াল কৃষ্ণপক্ষের বৈপরিত্য যখন অদ্ভুদ জোয়ারে ভাসে । দহন দুপুর শেষে যখন শুরু শুণ্যে অভিপ্রায় নীল অন্ধকারে জাগি ঘুমবিনাসী সময় নিঃসঙ্গেও একা হওয়ার মেলেনি অবসর নিষিদ্ধ ইচ্ছায় থাকে অবচেতন মাতলামী। দেনা পাওনার নাব্যতায় ডুবে থাকা বিষন্ন বেলা... দেহের সাগরে পাড় ভাঙ্গে ভালবাসা ফাঁকিঝুকি খেলায় মত্ত অন্য কেউ নিশীথ নেশাতে মেশায় রক্তাক্ত গ্লানী।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।