আমাদের কথা খুঁজে নিন

   

কামনার রসায়ন

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

কামনার রসায়ন শাফিক আফতাব.............. তোমার সুবাসেই জেগে ওঠে নুয়ে পড়া নিথরদিন, সাদাকালোরাত হয় ভীষণ রঙিন, তোমার নিশ্বাসে প্রগাঢ় হয়ে আসে আমার বেঁচে থাকার আশ্বাস, তুমি পাশে থাকলেই আমার সুবাসিত আকাশে প্রেমের নিবিড় লীন প্রকাশ অজস্র তারাদের মিটি মিটি প্রজ্বলতা হয়, আলগোছে তোমার থেকে স্বর্গের আভাস। তোমার অঙ্কুরিত কামনার নরম পুলকের ঢাকনায় থাকে মুঠো মুঠো আনন্দের অনুভব, পৃথিবীর সবচে গাঢ় পুষ্পের ঘ্রাণ জমা থাকে প্রাকৃতিক সেই পাপড়িঁহীন ফুলের ভিতর __ তুমি পাশে এলে তাই সাড়া পড়ে আমার নিথর পুথিবীতে, শুরু হয় কোলাহল কলরব, তখন আবহমান বাংলার আমি এক পুরানবালক, খাই খাটিঁ গাভীর দুধের সর।

তুমি এলে নাগরিক এই পোড়া মাটির ঘরে আসে অচেনা দ্বীপের এক ফুটন্তপুস্পের সুবাস, ঘরময় তুমিময়, আর তোমার স্পর্শে ধকলে পুড়ে যাওয়া প্রাণে আসে ঝর্ণার গান __ নির্জনে হয় তোমার স্বর্গবতী এক সুবাসিত ফুলের প্রকাশ বুকের গভীরে ঢেউ খেলে যায়, পৃথিবীর সকল গানের লয়, স্বরগাম আর মনোহরণ তান। তুমি এলে আমি পরিপূর্ণ প্রদাহে ফুটে ভোরের বাগিচায় এক অবিকল সূর্যমুখীফুল তুমি আসো, ভালোবাসো, ভরিয়ে দাও __আমিও তোমার সমকোণে ঠিক অনুকূল। ৩১.১০.৩২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।