আমাদের কথা খুঁজে নিন

   

১টাকা তুই কই

ইসলামের পথে থাকতে চেষ্টা করি...। ১টাকা তুই কই দেশে ১টাকার কি খুব অভাব । হাসিনা তার বাপের ছবি দিয়া নতুন ১টাকার কয়েন বানাইছে। কিন্তু কই ওইগুলা। কিছুদিন আগে লাল কয়েন নিয়া যা হইল।

বরই দুঃখে আছি। কোন দোকানে গিয়া কিছু কিনলে কয় ১টাকা ভাংতি নাই একটা চকলেট নেন। আমিকি এখনো বাচ্চা নাকি?বিয়াও করিনাই যে বউরে দিমু বা বাচ্চারে দিমু। আর যে চকলেট দেয় থার দাম ২৫ পয়সাও হবেনা। ফার্মগেটে ১৫ টাকায় ৪০ পিস পাওয়াযায়।

বর্তমানে বাস কাউন্টারও এই চকলেট সন্ত্রাস শুরু করছে। আমরা সহজেই এটা মেনে নিচ্ছি । কেউ প্রতিবাদ করছেনা। সরকারের কথাতো বাদই দিলাম। আসুন ভায়েরা এই চকলেট সন্ত্রাসীদের হাতথেকে দেশকে রক্ষাকরি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।