আমাদের কথা খুঁজে নিন

   

কি চায় মেয়েরা .......................................

শঙ্কর নামে একজন মনীষীর ভাষ্যমতে,মেয়েরা সকল গুনে গুণান্বিত পুরুষের চেয়ে ভালো স্বাস্থ্যের অধিকারী পুরুষদেরই বেশি পছন্দ করে। তাহলে তারা কি শুধুমাত্র সুঠাম দেহের অধিকারী ছেলেদেরই বেশি পছন্দ করে?? না মেনে উপাই নেই, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বেশিরভাগ মেয়েই প্রেম করতে পছন্দ করে বাংলা,সমাজকল্যাণ কিংবা পলিটিক্যাল স্টাডিস এর ছেলেদের সাথে (কিছু ক্ষেত্রে বেতিক্রম হতে পারে) তাহলে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ছেলেরা কেন মেয়েদের দৃষ্টি আকর্ষণ করতে পারেনা? আসুন একটু ভেবে দেখি, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির একটি ছেলের ক্লাস থাকে সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত। তার রূপচর্চা কিংবা নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল করার সময় থাকেনা। একটি গবেষণায় দেখা গেছে বিজ্ঞান বিভাগের ছেলেরা তুলনামূলক ভাবে রুগ্ন টাইপের হয়ে থাকে। আসুন একটি ছোট্ট প্রেমের উদাহরণে যাই, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কয়েকটি ছেলে পছন্দ করতো এই ডিপার্টমেন্টেরই একটি মেয়েকে।

মজার ব্যাপার হল ১ম যেদিন থেকে ক্লাস শুরু হয় সেদিন থেকেই যেন এক প্রতিযোগিতা লেগে গেল,কে প্রেম করতে পারবে মেয়েটির সাথে। কিছু কিছু বন্ধু প্রতিদিন অন্তত মেয়েটাকে বিকেলে খাওয়ানো বাবদ হাজার টাকা খরছ করা শুরু করে দিলো। তারপর ঘটলো মজার ঘটনা কয়েক দিন পর মেয়েটাকে দেখা গেলো সমাজ কল্যাণ বিভাগের একটি ছেলের সাথে চুটিয়ে প্রেম করছে। বিঃদ্রঃ ছেলেটার স্বাস্থ্য মুটামুটি ভালো, দেখলে নেশাখোর নেশাখোর একটা ভাব আসে অথছ মেয়েটাকে তারচেয়ে ভদ্র একটি ছেলে মন থেকে পছন্দ করলেও মেয়েটি তার ডাকে সাড়া দেয়নি। আপনি যদি একটু খেয়াল করেন দেখতে পাবেন, উচ্ছৃঙ্খল টাইপের ছেলেদেরই মেয়েদের বেশি পছন্দ।

এখনকার সময়ে প্রকৃত ভালোবাসার মানুষটি পাওয়া খুবই কঠিন ব্যাপার। কিন্তু আপনি আশ্চর্য হবেন যখন দেখবেন রাস্তা ঘাটের উচ্ছৃঙ্খল ছেলেরা কলুষিত করছে এমন একটি মেয়ের জীবন, যে ছেলেটা মেয়েটির জীবনে না আসলে হয়তো তার চেয়েও ভালো কোন ছেলে মেয়েটাকে প্রকৃত ভালোবাসা দিতে পারতো। আমার এক পরিচিত বড় ভাই,খুব ভালো সাস্থের অধিকারী,যে কিনা কোন মেয়ের নাম্বার পাওয়ার ৩য় কিংবা ৫ম দিন থেকেই মেয়েটির সাথে প্রেম শুরু করে দেয়। আর ফোন ছাড়াও উনার এমন কিছু ক্ষমতা রয়েছে যে, যেকোনো মেয়েকে ঊনার প্রেমে পড়তে বাধ্য হতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় সে একাধিক মেয়েকে বলছে, তুমি ই আমার প্রথম ভালোবাসা আর মেয়েটিও নির্বোধের মতো বিশ্বাস করছে।

আর অনেক বন্ধুকে দেখা যায়, মন থেকে পছন্দ করে এবং মন থেকেই বলতে চায় যে ‘তুমি ই আমার প্রথম ভালোবাসা’ কিন্তু এই ছেলেটি মেয়েটির কাছে হল নায়কে পরিনত হয়,হয়ে যায় অভদ্র ছেলে কারন সে তার ভালবাসাকে প্রকাশ করতে পারেনা। আর যে ভাইটি তার মধুর কথা দিয়ে জয় করে নেয় অসংখ্য মেয়ের মন সেই ভাইটি ই মেয়েটির চোখে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তাহলে কি চায় মেয়েরা?? প্রকৃত ভালোবাসা?? নাকি সুঠাম দেহের অধিকারী পুরুষ যে কিনা অনায়াসে প্রতারণা করে যেতে থাকে !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.