আমাদের কথা খুঁজে নিন

   

আমরা কি চায়?

আমি এমন কেউ না। খুব সাধারণ মানুষ। তোমার মত, তোমাদের মত। হাসি খুশি থাকি, আনন্দে থাকার চেষ্টা করি। মাঝে মাঝে হতাশ হয়, অভিমান করি।

ভাবি বেঁচে থেকে কি হবে। একসময় নিজের ভুল বুঝতে পারি। নিজের মাথার পিছনে আনমনে হাত রাখি। মুচকি হেসে ভাবি, এত ভালবাসা আমি কোথায় আমি দুর্ভাগ্যবশত একজন গ্যানি ( জ্ঞানী) মানুষকে পেয়ে গেলাম। আজকের তরুন প্রজন্ম নাকি ভুল পথে হাঁটছে।

তারা জানেনা কি করতে হবে। শাহবাগে কতিপয় উর্বর মস্তিস্কের পুলাপাইন বাদ্যযন্ত্র নিয়ে অকারনেই গলা ফাটাচ্ছে। রাতদিন এইসব করার মানে কি? আমিশুধু জিজ্ঞেস করলাম, আপনি বলুন আমাদের কি করতে হবে? তিনি জবাবে চুপ করে গেলেন। যেখানে নিজেই জানেননা সেখানে আমাদের উপদেশ দিতে আসে কোন মুখে খোদাই জানে। আমরা আমাদের জন্য করছি।

আমরা যা করব আমাদের ইচ্ছেমতই করব। ভুল পথে বাদ্যযন্ত্র বাজাতে আমরা গলা ফাটাবো। আমরা ফুটপাতে দিন রাত একাকার করে বসে থাকব। আমরা এমনি। আমাদের মস্তিষ্ক উর্বর কিনা জানিনা।

আমাদের মন অনেক উর্বর। অনেক বেশি আবেগি। * বিডিআর মিয়ুটিনির নিহত সেনাদের হত্যাকাণ্ডের বিচার চাইব। * তাজরীন গার্মেন্টস ১১০ জন সহ পূর্বে আগুনে পোড়ার জন্য গো-ব্যবসায়ীদের বিচার চাইব। * সোনালী ব্যাংকের ৪০০০ কোটি টাকা লুটেরাদের বিচার চাইব।

* শেয়ার বাজার লুটেরাদের বিচার চাইব। * চট্টগ্রাম ফ্লাইওভার দূর্ঘটনার জন্য দায়ীদের বিচার চাইব। * সাগর-রুণির হত্যাকান্ডের বিচার চাইব। * বিশ্বজিত হত্যার বিচার চাইব। * ডা. সাজিয়া আফরিনের ধর্ষণের বিচার চাইব।

* কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশু রাব্বি হত্যার বিচার চাইব। * পদ্মা সেতুর দূর্ণীতির জন্য বিচার চাইব। * বুয়েট সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের দূর্নীতিবাজ ভিসির অপসারণ চাইব। * যুদ্ধপরাধের বিচার চাইব। কোটি কোটি বাঙালি আজ জেগে উঠেছে ।

তাদের আর কেউ দমিয়ে রাখতে পারবে না। দেশের যেখানে কোন অন্যায় হবে সেখানেই প্রতিবাদ এর ঝড় উঠবে এখন থেকে । আর অন্যায়কে প্রশ্রয় দেয়া যাবে না । দুর্নিতি, অন্যায়, অবিচার, হত্যা, লুন্ঠা, ধর্ষণ ইত্যাদিকে 'না' বলার এখনই সময় । আমরা অবিচারকে রাজনীতি নয় জননীতির মাধ্যমে সমাধান করবো।

আমি শাহবাগ যাচ্ছি। তোমাদের যদি পাগলামি করতে ইচ্ছে করে চল আমার সাথে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.