আমাদের কথা খুঁজে নিন

   

কে কাকে ভোট দিবে অগে থেকেই বলে দিল???

সুমাইয়া সরোয়ার তুরস্কের সংসদ নির্বাচনের আর মাত্র একদিন বাকী। ইসলামী গ্রুপ গুলো তাদের ভোটের রংগুলোকে স্পষ্ট করে দিয়েছে। গুলেন জামাত: তুরস্কের সব চেয়ে বড় ইসলামী গ্রুপ গুলেন জামাত। ফেতহুল্লাহ গুলেনের প্রতিষ্ঠিত গুলেন জামাত রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, ডরমেটোরি এবং ওয়াকিফ এর ক্ষেত্রে সবচেয়ে বড় গ্রুপ। শুধু দেশেই নয় বিদেশেও আছে শত শত স্কুল এবং বিশ্ববিদ্যালয়।

জাতীয় এবং আন্তর্জাতিক (তুরস্কের সাথে সম্পর্কিত বা দিপাক্ষিক) ব্যবসায়ী সংগঠনগুলোর অধিকাংশই গুলেন জামাতের কব্জায়। তুরস্কের সবচেয়ে বড় আলেমদের একজন ছিলেন ওস্তাদ সাঈদ নূরসী। আর ফেতıহুল্লাহ গুলেন হচ্ছেন তাঁরই একজন ছাত্র। রিসালে-ই নূরকে মূল করে তিনি ইসলাম প্রচার শুরু করেন। "গুলেন আন্দোলন" এবং "সাঈদ নূরসী" ও "রিসালে-ই নূর" সম্পর্কে আসলে অনেক আলোচনা করা দরকার।

আজকের বিষয় যেহেতু নির্বাচন। তাই ওগুলো আলোচনা করলাম না। ১. গুলেন জামাত বিভিন্ন সময়ে বিভিন্ন দলকে সাপোর্ট দিয়ে আসছে। তবে ২০০২ সাল থেকে এই পর্যন্ত প্রতক্ষভাবে ক্ষমতাসীন আক পার্টিকে সমর্থন করছে। অন্যান্য ইসলামী দলগুলোর সাথে সমান দূরত্ব বজায় রাখার ক্ষীণ যে চেষ্টা ছিলö "এরগেনেকন" মামলার পরে তাও শেষ হয়ে গেছে।

"এরগেনেকন" মামলায় সেনাবাহিনীর অনেক বড় বড় অফিসারকে জেলে নেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে সরকারকে গুলেন জামাত তাদের প্রচার মাধ্যমগুলো দিয়ে সরাসরি সমর্থন দিয়েছে। এবারের নির্বাচনেও গুলেন জামাত আক পার্টিকে সমর্থন দিয়েছে। বিদেশে শিক্ষক হিসেবে অথবা ব্যবসায়ীক কাজে যে সব তুর্কী আছেন, জামাতটির পক্ষ থেকে তাদেরকে দেশের "গণতন্ত্রের" জন্য ভোট দেয়ার আহ্বান জানানো হয়েছে। শত শত লোক বিমান ও বাস ভাড়া করে ভোট দিতে আসছে।

নূর জামাতের আরো অনেকগুলো ছোট গ্রুপ আছে। যারা সবাই সাঈদ নূরসী এবং রিসালে-ই নূরকে ভিত্তি ধরে কাজ করছে। শুধু মাত্র ধরণ ভিন্ন হওয়ার কারণে তারা আলাদা হয়েছেন। ২. ইয়েনি এশিয়া পত্রিকা ভিত্তিক গ্রুপটি সবসময়ই ডেমোক্রাট পার্টিকে সমর্থন দিয়ে আসছে। তবে এবার তারা আক পার্টির দিকে ঝুকছে বলে মনে করা হচ্ছে।

তাদের একটা অংশের ভোট আক পাটির বাক্সে পড়বে। কারণ বর্তমান ডেমোক্রাট পার্টি প্রধান গ্রুপটিকে যথেষ্ট মূল্যায়ন করেননি। ৩. নেসিল পাবিলিশিং গ্রুপ সহ আরো চারটি নূর জামাত সরাসরি আক পার্টিকে সমর্থন জানিয়েছে। গ্রুপগুলোর প্রধান হিসেবে সাঈদ নূরসীর যে চারজন ছাত্র আছেন তারা যৌথ প্রেস ব্রিফিং এর মাধ্যমে বর্তমান সময়ে "দেশ, জাতি এবং ইসলামের জন্য" আক পার্টি কে সমর্থন দেয়া দরকার বলে ঘোষনা দিয়েছেন। ৪. তরিকত জামাতেরও এক অংশ আক পার্টিকে তাদের সমর্থনের কথা জানিয়েছে।

তবে বিভিন্ন তরিক জামাতের ভিতর থেকে ৫. হায়দারবাশ জামাত: ডেমোক্রাট পার্টিকে ৬. এস্কান্দার পাশা জামাত: মেহেপে শভঢ় ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টিকে ৭. মুসতাজ'আফ দের এবং হিজবুল্লাহ: কুর্দি গেরিলাদের সমর্থনপুষ্ট পিস এন্ড ডেমোক্রাসি পার্টি (BDP) কে ৮. ‌'তুর্কিয়ে‌‌' পত্রিকা ভিত্তিক গ্রুপটি: আক পার্টিকে ৯. মন্জিল জামাত (অন্যতম প্রধান তরিকত জামাত): আক পার্টি ১০. সাফা ওয়াকিফ ভিত্তিক নূর জামাত: 'দাত পার্টি, হাছ পার্টি এবং আক পার্টি ১১. এরেনকোই জামাত: আক পার্টিকে। ১২. আহমেদ হোজা জামাত (তরিকত জামাত) সাদেত পার্টিকে ভোট দিবে। এছাড়াও নির্বাচনের আগের মূহুর্তে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিশেষ করে কলাম লেখরাও কে কাকে ভোট দিবেন তা স্পষ্ট করছেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।