আমাদের কথা খুঁজে নিন

   

খুঁটিনাটি কাব্যপ্রহর

আহসান জামান ১. লিখে লিখে মুছে যাচ্ছ, খুব হিসাবী; কালি-কলম, দোয়াত উল্টে কেলেঙ্কারী! মুছে মুছে ভুলে যাচ্ছ, মনের ভিতর পুষে রাখছো বেদনাদুপুর, একলা হাঁটার পথের ধারে মৌণ-মূখর, কোন সে পরাণ সন্ধ্যাভরা একেলা থাকা উদাস মনের পাখির ডানা ভুলে ভুলে মনে পড়ছে। মনে পড়ছে জলভরা সেই স্বপ্ন দু'চোখ, কাঁদছে ভীষণ; এক শ্রাবণের জল ছিলো কী তোমার চোখে! লিখে লিখে মুছে যাচ্ছ, খুব হিসাবী; মনের খাতা, স্মৃতির পাতা চিরস্থায়ী কে তুলে নেয়, কে মুছে নেয়, অসাবধানী!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।