আমাদের কথা খুঁজে নিন

   

নীলগিরিতে

শুচি সৈয়দ শুচি সৈয়দ পাহাড় ঘেরা সাঙ্গু নদী শান্ত সরোবর, ওই যে দূরের নীলগিরিতে মেঘরা বাঁধে ঘর। পাহাড়-নদী-বনÑ অপরূপ পাহাড়ী ঝর্নারÑ মন হতে চায় পাখি আমার রূপসীবাংলার। ওই যে দূরে সাগর হাসে সোনালি রোদ্দুরে নীলগিরিতে মেঘের ভিড়ে স্তব্ধ-প্রকৃতিরেÑ শিশুরা কল-কাকলিতে মুখর করে তোলেÑ অস্তগামী সূর্য যেন চাঁদের মত দোলে। দূর সাগরের সোনালি রঙ ঝিকিমিকি আলো বুকের ভেতর পাখি হবার ইচ্ছা চমকালো পাখির মত মেঘের মত এই পাহাড়ের দেশে উড়তে যদি পেতেম আমি অনন্ত অশেষে...! ১৭ আগস্ট ২০১০

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।