আমাদের কথা খুঁজে নিন

   

বিপথে চালিত এক প্রতিভার মৃত্যু

প্রখ্যাত চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেন গতকাল বৃহস্পতিবার সকালে লণ্ডনের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনে তার বৃহৎ কুকর্ম হল হিন্দু দেব-দেবীদের কেন্দ্র করে অশালীন ছবি আঁকা। দুঃখের ব্যাপার হলো এই যে অনেকেই মুসলমান নাম ধারণ করেও সাচ্চা মুসলমান হতে পারেন নি অর্থাৎ নবীজী যাদেরকে ‌মুমিন' বলতেন, সেই ‌মুমিন' হতে পারেন নি। মিঃ হুসেন সেই ধাপের মুসলমান। কেননা, নবীজী মুমিনদের উদ্দেশ্য করে আরাফাতের ময়দানে বিদায় হজ্বের শেষ ভাষণে বলেছিলেন, ‌হে মুমিনগণ ! তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না।

কেননা এই বাড়াবাড়ির ফলে দুনিয়া থেকে বহু ধর্মই লুপ্ত হয়ে গেছে'। তাছাড়া এই অসম্ভব রকমের বাড়াবাড়ি যে একদিন নিজেদেরকেও নিশ্চিহ্ন করে দিতে পারে দুনিয়া থেকে, এটাও অনেক মুসলমানরাই বুঝতে সক্ষম হয় না। আর এধরণের কাজই করেছেন ফিদা হুসেন। যাআ হোক, ভুল মানুষেই করে থাকে। আর মৃত ব্যক্তির সমালোচনার মধ্যে কোন ফায়দাও নেই।

তবে কথাটা বলতে হচ্ছে এই জন্য যে আর যেন কোন মুসলমান ভাই নবীজীর নির্দেশিত পথ থেকে বিচ্যুত হয়ে অন্য ধর্মাবলম্বীদের পীড়ার কারণ না হন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।