আমাদের কথা খুঁজে নিন

   

ছোটকাল- ৪ (কচি মুরগি )

হেঁটে হেঁটে যতদূর চোখ যায় আমাদের সমাজে বেশিরভাগ প্রতিষ্ঠিত ছেলেদের দেখা যায় বিয়ের বাজারে গিয়ে তারা বউ হিসেবে বাচ্চা বাচ্চা মেয়েদের গুরুত্ব দেয়। এইতো সেদিন আমার এক অতি পরিচিত বড়ভাই বিয়ে করছেন। ভাবি দেখে আমার মনে হয়েছে সে ওই ভাইয়ের চেয়ে কমপক্ষে ১২ বছরের ছোট হবে। আমি কানে কানে ভাইকে বললাম, 'ভাই, এত ছোট মেয়ের সাথে মিলে মিশে থাকতে পারবেন তো?' সে আমাকে ৩২ টা দাঁত বের করে বলল, 'পারব না কেন?' আমি বললাম, ' ভাই ১২ বছর আগের আন্ডারওয়ার কি এখন পরা যায়?' -ছিঃ ছিঃ কি সব বাজে কথা বলছিস! শোন গাধা মুরগির বাজারে গেলে তুই বুড়া মুরগি কিনস? না কচি মুরগি কিনস? - কেন ভাই? অবশ্যই কচি মুরগি! - কেন কিনিস? - এটা তো সহজ হিসাব কচি মুরগির টেস্ট ভাল! তাই কিনি! -তাইলে আমার আর কি দোষ! আমি ভাইয়ের কথা শুনে নির্বাক হয়ে গেলাম। কয়েক বছর আগের কথা।

তখন আমি ভার্সিটির ছাত্র। হঠাৎ শুনলাম আমাদের একজন ইয়ং স্যার বিয়ে করেছেন। ভাবি নাকি ক্লাস এইটে পড়ে। কি আজব কথা! এত টুকুন মেয়ের সাথে স্যার কি পুতুল পুতুল খেলবেন!! বিষয়টা পরিস্কার হওয়া দরকার। তো প্রতিদিন ক্লাস শেষে স্যার যখন চলে যেতে থাকতেন তখন আমাদের দুই একজন চিৎকার করে উঠত, পক...পকপক...মুরগি মুরগি...কচি মুরগি... প্রথম প্রথম স্যার কিছুই বলতেন না।

হঠাৎ একদিন মনে হয় মুরগির পক পকানি বেশি হয়ে গেছিল মনে হয়! স্যার সেদিন থেমে আমাদের দিকে ঘুরে দাঁড়িয়ে বললেন, কচি মুরগির গ্রোথ ভাল! সমস্যা নাই। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।