আমাদের কথা খুঁজে নিন

   

যে মুভিগুলো সপ্তাহে একবার করে না দেখলে আমার পেটের ভাত হজম হয়না.....!! (সংক্ষিপ্ত মুভি রিভিউ সাথে রিজিউমেবল ডাউনলোড লিংক) (ডাউনলোড লিংক আপডেটেড)

মাল্টি নিকধারী জারজ ও ইসলামবিরোধী রামছাগল গুলোর প্রবেশ নিষেধ...। প্রথমেই বলে নিচ্ছি, মুভিখোর বলতে যা বুঝায়- আমি কোনো কালেও সেরকম কিছু ছিলামনা বা অদূর ভবিষ্যতেও কখনো হব, সেটারও তেমন কোনো সম্ভাবনা দেখিনা!! তবে প্রতি সপ্তাহে ৪/৫ টা করে নতুন নতুন মুভি ডাউনলোড করা আমার চাই'ই চাই.....!! দেখি বা না দেখি!! আমার পছন্দের তালিকায় বেশ কয়েকটা মুভি আছে, যেগুলো প্রতি সপ্তাহে একবার করে না দেখলে কেমন জানি পেটের ভাত হজম হতে চায় না....!! যেহেতু প্রত্যেকটা মানুষের রুচিবোধ আলাদা, তাই আমার পছন্দের মুভিগুলো অনেকেরই ভালো নাও লাগতে পারে!! এবং এই সংক্ষিপ্ত মুভি রিভিউয়ে মুভি গুলোর যে ডাউনলোড লিংক গুলো দিচ্ছি, তার সবগুলোই রিজিউম সাপোর্ট করে...তাই ধীরে সুস্থে পছন্দমত ডাউনলোড করতে পারবেন যখন তখন...আর ডাউনলোড লিংক গুলো আজকেই চেক করে দেখলাম সবগুলোই কাজ করে এবং পাসওয়ার্ড লাগলে ডাউনলোডিংয়ের পেজেই সব পেয়ে যাবেন.....মুভি ডাউনলোডের সুবিধার জন্য ছোট ছোট অংশে ভাগ করা আছে, যে গুলো ডাউনলোডের পর জোড়া লাগাতে ছোট্ট একটা সফটওয়্যার লাগবে, যা এখান থেকে ডাউনলোড করে নিবেন....!! অতএব নো টেনশন, এনজয় ইওর মুভি টাইম... (500) Days of Summer (2009) IMDb রেটিং: ৮.০/১০ ফাইল সাইজ: ৪০০ মে.বা ডাউনলোড লিংক: রিজিউমেবল মিডিয়াফায়ার লিংক.. .......আমার খুবই পছন্দের একটা মুভি!! প্রতি সপ্তাহে একটু করে হলেও একবার করে দেখি....!! আচ্ছা কেমন হত, যদি আপনার মনের মানুষ সনাতন প্রেম ভালোবাসায় বিশ্বাসী না!! তবুও তাকে আপনি প্রেম-ভালোবাসা শিখালেন এবং ভাবলেন একসময় তার ভালোবাসা আপনিই পাবেন!!! কিন্তু ফলাফল হয়ে গেলো পুরোটাই উল্টা!! সে আপনাকে ছেড়ে অন্য কারো বাহুবন্ধনে আবদ্ধ হল!! এরকম কিছু জটিলতা নিয়ে এই মুভির কাহিনী!! যারা আমার এই সংক্ষিপ্ত রিভিউ পড়ে আগ্রহী হয়ে মুভিটা দেখতে চাইবেন, তাদের বলতে চাই, এই মুভির কাহিনী পুরোপুরি বুঝতে হলে আপনাকে একের অধিক বার মুভিটা দেখতে হবে..!! A Walk to Remember (2002) IMDb রেটিং: ৭.১/১০ ফাইল সাইজ: ৪০০ মে.বা ডাউনলোড লিংক: রিজিউমেবল লিংক... .......আমার মত যারা রোমান্টিক মুভির ফ্যান, তাদের জন্য এটা "মাস্ট সী" টাইপের মুভি!! কিছু কিছু মুভি আছে যা বার বার দেখতে ইচ্ছে করে!! এটা হচ্ছে সে টাইপের মুভি!! এবং সত্যি বলছি একবার দেখার পরে আপনার মনে অবশ্যই দাগ কেটে যাবে!! দু'জন টীনএজার ছেলে-মেয়ের মধ্যকার ভালোবাসার এক মুহূর্তে প্রকাশ হয়ে যায় যে মেয়ে এমন এক জঠিল রোগে আক্রান্ত, যা তাদের জীবনের মোড় কে ঘুরিয়ে দিবে, তাদের জীবনে বিচ্ছেদের অনল বয়ে নিয়ে আনবে!! এরকম কিছু ঘটনা নিয়েই সিনেমার কাহিনী!! পুরোটা কাহিনী ইচ্ছে করেই বললামনা!! হয়তোবা দেখার আগ্রহ হারিয়ে ফেলতে পারেন!! তবে এই মুভিটা যারা দেখেছেন, তারা আশা করছি তাদের প্রতিক্রিয়া আমার এই পোষ্টে মন্তব্য হিসেবে দিয়ে যাবেন!! Little Manhattan (2005) IMDb রেটিং: ৭.৬/১০ ফাইল সাইজ: ৭০০ মে.বা ডাউনলোড লিংক: মিডিয়াফায়ার রিজিউমেবল লিংক.. .......আমার যখন মন খুব খারাপ থাকে, তখন এই মুভিটা দেখতে বসি!! নিউইওর্ক শহরের দুই পিচ্চি ছেলে-মেয়ের মধ্যকার প্রেম-ভালোবাসাই মূলত এই সিনেমার মূল কাহিনী!! পিচ্চিদের প্রেম হলে কি হবে, সিরিয়াসনেস পুরোপুরি বড়দের মত!! আমার খুবই প্রিয় মুভি এটা!! এর আগে একটা পোষ্টে এই মুভির বিস্তারিত রিভিউ লিখেছিলাম!!! The Shawshank Redemption (1994) IMDb রেটিং: ৯.২/১০ ফাইল সাইজ: ৫৫০ মে.বা ডাউনলোড লিংক: মিডিয়াফায়ার রিজিউমেবল লিংক.. .......আমার তো মনে হয় যারা মুভি দেখেন তারা এতদিনে মুভিটা দেখে ফেলেছেন, এবং আমার মতই তাদের পছন্দের তালিকায় মুভিটা রয়েছে। এই মুভির ব্যাপারে তাই বিস্তারিত কিছু বলার নাই!! এর IMDb রেটিং: ৯.২ ই বলে দেয়, মুভিটা কেমন হতে পারে!! Up (2009) IMDb রেটিং: ৮.৪/১০ ফাইল সাইজ: ৪৫০ মে.বা ডাউনলোড লিংক: মিডিয়াফায়ার সহ অন্যান্য লিংক... ......বলতে দ্বিধা নেই, আমি এনিমেটেড মুভিখোর!! বেশীর ভাগ এনিমেটেড মুভিই আমার পছন্দ!! আর এই পছন্দের তালিকার একেবারে প্রথমে রয়েছে এই মুভিটা!! একটা এনিমেটেড মুভিতে যে এত ইমোশন থাকতে পারে, তা এই মুভিটা দেখার আগে বুঝতে পারিনি!! আমি বলতে পারি, যারা এনিমেটেড মুভি তেমন একটা দেখেননা, তারা মুভিটা দেখতে পারেন!! আশা করছি আমার মত আপনিও এনিমেটেড মুভির কঠিন ফ্যান হয়ে যাবেন!! এই মুভির ব্যাপারে যত বলব, ততই কম বলা হবে!!! Finding Nemo (2003) IMDb রেটিং: ৮.২/১০ ফাইল সাইজ: ৫০০ মে.বা ডাউনলোড লিংক: মিডিয়াফায়ার রিজিউমেবল লিংক... .......এক মাছ-বাবার তার হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজতে বের হওয়ার পরে সংঘটিত অসংখ্য এডভেন্চার নিয়ে এই মুভির কাহিনী!! যারা এনিমেটেডে মুভি ভালোবাসেন কিন্তু এই মুভিটা দেখেননি, তাদের জন্য "মাস্ট সী" মুভি!! আমার তো মনে হয়, কমসে কম সাগর তলের এনিমেটেড জগত দেখার জন্য হলেও মুভিটা দেখা উচিত!! সেই সাথে ডিজনীর অসাধারন এক সৃষ্টি ও আপনি দেখতে পারলেন!! ....যাইহোক, মুভিখোর না হয়েও অনেক প্যাচাল শুনালাম!! আশা করছি, ব্লগে যারা হার্ডকোর মুভিখোর আছেন, তারা আমার এই অপচেষ্টাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন!! পরিশেষে, ভালো থাকবেন সবাই!!! আপডেট (৩১/১০/২০১১): (কিছু কিছু মুভির ডাউনলোড লিংক ব্রোকেন ছিল, যা ঠিক করে দেওয়া হল। আশা করছি মুভি গুলো ডাউনলোড করতে আর সমস্যা হবার কথা নয়। তারপরও ডাউনলোড করতে কোন সমস্যা হলে জানাবেন আশা করছি)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.