আমাদের কথা খুঁজে নিন

   

সম্প্রতি দেখা মুভিগুলো....................

I wanna play a game...........
আমি সম্প্রতি যে মুভিগুলো দেখলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই আমার এই পোস্ট। তো চলুন শুরু করা যাক..... ১। Frozen(2010) imdb rating:6.4 এক তুষার ঝড়ের রাতে তিনজন মানুষের কেবল চেয়ারে আটকা পড়ার গল্প। বেশ ভালো। ২।

Cliffhanger (1993) imdb rating:6.2 একদল সন্ত্রাসী প্লেন অ্যাক্সিডেনট করে রকি পর্বতমালায় আটকা পড়ে। তাদের ভুয়া কলে সাড়া দিয়ে তাদেরকে উদ্ধার করতে এগিয়ে যায় দুইজন সাহসী পর্বতারোহী। গিয়েই ফাঁদে পড়ে যায়। উল্লেখ,সাম্প্রতিক সময়ে প্রকাশিত মাসুদ রানার "ক্লাইম্বার" বইটা পুরোপুরি এই মুভির কপি পেস্ট। ৩।

Blood Work(2002) imdb rating:6.3 একজন অবসরপ্রাপ্ত FBI কর্মকর্তার এক সিরিয়াল কিলারের পিছনে ধাওয়া করার কাহিনি। মাঝে একটু স্লো লাগতে পারে,কিন্তু শেষটা আপনাকে চমকিত করবেই ,মাস্ট। ৪। Absolute Power(1997) imdb rating:6.6 এক পেশাদার চোর হোয়াইট হাউসে চুরি করতে গিয়ে এক খুনের ঘটনার সাক্ষী হয়ে যায় জার সাথে কিনা আমেরিকার প্রেসিডেন্ট নিজেই জড়িত। ৫।

The Good The Bad & The Ugly(1966) imdb rating:9.0 ওয়েস্টার্ন মুভিগুলর মধ্যে সবচেয়ে বিখ্যাত। imdb rating টাও সেইরকম। ৬। 16 Blocks(2006) imdb rating:6.7 এক অপরাধের সাক্ষীকে দুর্নীতিবাজ পুলিশের হাত থেকে বাঁচাতে একজন সৎ পুলিশ অফিসারের প্রানান্ত চেষ্টা। Bruce Willis এর মুভি মানেই বিশেষ কিছু।

৭। Flightplan(2005) imdb rating:6.2 সন্তান হারালে একজন মা কি করতে পারেন আর কি করতে পারেন না,তা এই মুভি না দেখলে বোঝা যাবে না। মুভিটা দেখা শুরু করলে আপনারা না শেষ করে উঠতে পারবেন না। বলতে ভুলে গেছি,এতে আছেন "অনন্যা" Jodi Foster। ৮।

The fugitive(1993) imdb rating:7.8 স্ত্রীকে হত্যার অপরাধে Dr.Richard Kimble কে মৃত্যুদণ্ড দেয় আদালত। এখন কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করবে সে? Harrison Ford এর মুভি মানেই চরম ফাস্ট মুভি। ৯। The Bone Collector(1999) imdb rating:6.4 এক সিরিয়াল কিলারের গল্প যে কিনা একটা বই দেখে খুনগুলো করে। আর তার পিছু ধাওয়া করে Denzel Washington আর Angelina Jolie ।

Denzel Washington আর Angelina Jolie। জটিল কম্বিনেশন। ১০। The Illusionist(2006) imdb rating:7.7 সকল বাধা পেরিয়ে একজন জাদুকর কিভাবে পাবে তার প্রেমিকাকে? এডওয়ার্ড নরটনের মাস্টারপিস। মাস্ট সী।

১১। Undisputed(2010) imdb rating:7.2 মার খেয়ে কিভাবে ফিরে আসতে হয় সেটা এই মুভি দেখলেই বোঝা যায়। বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়দের দৈনিক এই মুভি একবার করে দেখানো উচিত। এই মুভিতে আছেন Scott Adkins। আর Scott Adkins মানেই অ্যাকশন।

পরতে পরতে উত্তেজনা। ধন্যবাদ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.