আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তি দিলাম তোমায়

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility নাম হয়ত একটা আছে তোমার । কিন্তু তুমি আমার অপ্সরা, তুমি আমার আনিলা ! হয়ত পছন্দ লাগে নি তোমার । অনেক যন্ত্রণার পথ দিয়েছ পারি । তোমাকে আজ দিলাম মুক্তি । সামুতে আছি দীর্ঘ সময় ধরে ।

যদি ব্লগের একাউন্ট ক্রয় করা যেত তাহলে কিনেই ফেলতাম । হেহেহেহ প্রথম প্রথম বার বার কয়েক চেষ্টা করেছি মুক্তি দিতে তোমায় কিন্তু পারলাম কই । আমার থেকে অনেক যন্ত্রণা পেয়েছ । অনেক ফোন করতাম তো, অতিষ্ঠ হয়ে যেতে । প্রথম প্রথম ভাল লাগা থেকে ধীরে ধীরে আমার কন্ঠ বিষের মত হয়ে গেছে তোমার কাছে ! তো আর কি করা প্রথম ৬ মাস সপ্নের মত কাটলেও আগামী ৬ মাস বিভীষিকার শুরু যদিও আমারই দোষ , তোমার পুরান কষ্ট আমারও কষ্ট হয়ে যাওয়াতে কত কথাই বলি , কতই কষ্ট দেই ।

কিন্তু যখন ভুল বুঝতে পেরেছি ততক্ষণে অনেক দেরী হয়েগেছে । তুমি অনেক দূরে । দূরত্বের দূর তো ব্যাপার না কিন্তু মানষিক দূরত্ব সহ্য হয় নি । তোমাকে ফিরে পেলেও, তোমার আনিলা বা অপ্সরাকে আর ফিরে পাই নি । পাথর শুধুই পাথর ।

কত বড় অসুখ নিয়ে জীবনকে টেনে নিয়ে যাচ্ছি । তাতে আর তোমার কর্ণপাত হয় না । ইচ্ছে হয় না তোমার, জিজ্ঞাসা করতে খেয়েছে ? পেট ভরেছে ? ঔষধ ঠিকমত খাচ্ছ তো ! হেহহহেহেহেহহে শুধুই হাসি পায় । আমি খোজ না নিলে তুমি লাপাত্তা । যেখানে তুমি এক সময় আমার শব্দ শোনার জন্য রাত জাগতেও প্রস্তুত ।

সেখনে তোমার দু'চোখে এখন ঘুম আর ক্লান্তি ! আর প্রচন্ড পড়াশোনার চাপ । আমি বুঝতে পারছি তোমার এখন একাকী নি:ষঙ্গতা দরকার ! আমি এটাও জানি তুমি নুতন কাউকে পছন্দ কর নি । কিন্তু আমাকেও সহ্য করতে পারছ না । এক সময় স্বপ্ন দেখাতে আমাকে, এখন তোমার প্ল্যান ভিন্ন ও সুন্দর ঠিক পারিবারিক । কিন্তু সেটা তে আর আমি নাই ।

পড়াশুনার কমপ্লিট এরপর বছর খানেক চাকরি এরপর . আব্বু আম্মু যাকে ঠিক করবে......... আর হাসি ছাড়া কি বলারই আছে । মিষ্টি মুখেই বিদায় দিব । এক সময় মনে হত তোমাকে যে স্পর্ষ করে তাকে খুন করে ফেলব আর তুমি দায়ী থাকলে তোমাকেও । কিন্তু না এখন আর সেই রকম চিন্তা নেই । কারণ জোর করে দাবী করা তোমার মনকে ও দেহকে আমি ছেড়ে দিয়েছে ।

দেহ !!! হহাহাহ হহেহেহে তোমাকে তো আমি নিজ চোখে তো দূরে থাক, ছবিটুকুও দেখি নাই ! যদিও তুমি দেখছ আমায় । এরকম প্রেম কি সম্ভব ? জানি না । কিন্তু প্রচন্ড ভালবাসতাম । যে শব্দ গত ১ বছর শুনি নাই তোমার মুখে ! সুতরাং মৃত ভালবাসাকে শুদ্ধভাবে খুন করা উচিত । তাই এখন করেছি ।

আমি কথা দিতে পারছি না যে, তোমার জন্য অপেক্ষা করব । কখন তুমি নিজের ভুল বুঝবে, যে আমি খারাপ , আমি নিষ্ঠুর কিন্তু আমার ভালবাসা মিথ্যো নয় । হয়ত ততদিনে আমি অন্য কারউ হয়ে যেতে পারি । আমার মানষিক শক্তি দরকার যে, আমার জীবনকে টেনে নিয়ে যেতে । যে জীবন সঙ্গী হয়ে দিতে পারবে, আমি তারই হব ! একটা কথা শুনে রাখ মেয়ে, আমার মত ভালবাসবে না কেউ তোমাকে ।

যেখানে তুমি জেনেশুনে তোমার ফোন ৬ ঘন্টা বন্ধ করে রাখলেও এক নাগাড়ে ফোন দিয়ে গিয়েছে । মানুষের কথা বলতে বলতে ফোন লো হত আর ফোনের সংযোগ দিতে গিয়েই শত বার ফোনের চার্জ চলে যেত ! হেহেহহে নিজেই হেসে কুটিকুটি হই । হায়রে ................ভা ল............সা কি প্রচন্ড আকষর্ণ । তোমার নম্বর গুলিও আমার ফোন থেকে ডিলিটেড । মন থেকেও .. চেষ্টা করব নাম্বার ভুলে যেতে ।

আর কেউ তোমাকে ডিস্টার্ব করবে না । কেউ না দেখে বিয়ের প্রস্তাব দিয়েছে বলে কোন গাধা দেখি নাই । সেটা মন হয় পৃথিবীতেই ১ টাই্ আছে । সেটা আমি । আমি গাধা হয়েছিলাম ।

কিন্তু এবার ঘোড়া হতে যাচ্ছি । ,,,,,,, জান আনিলা,,, আমি নিস্বঙ্গ । তোমার সাথে রিলেশন হবার পর বছর দুই বন্ধু বান্ধব থেকে দূরে ছিলাম । ছিলাম না কোন আড্ডায় , যাই নাই কোথায় বেড়াতে । মনে মনে শুধু তোমার সান্নিধ্যই কামনাই ছিল ।

কিন্তু আমি বড় রাগী তাই হয়ত আমার এই স্বভাব তোমার ভবিষ্যত চিন্তাকে মাটি করেছে । তাই ............ তুমি হয়েছে পাথর । তোমাকে তোমার সমস্যা জিজ্ঞাসা করলে তুমি কথা ঘুরিয়েছ অনেকবার । এইবার সঠিক বাগে পেয়ে স্বীকার করিয়ে নিয়েছি । তাই তোমাকে আর কষ্ট দিতেও চাই না আর আমিও পেতে চাই না ।

১৪-০২-২০১০ ০৭-০৬-২০১১ আমি অপেক্ষা করে যাব সঠিক আনিলা বা অপ্সরার জন্য । বোন ঠিকই বলেছিল ভালবাসা থেকে ১০০ হাত দূরে থাকতে । কিন্তু বিপরীত লিঙ্গের আকষর্ণকে বন্ধ করতেই কাউকে না কাউকে দরকার । মন কি শুনে মুনি ঋষির কথা ! বি:দ্রা: গল্পের চরিত্রটি কোন গল্পের সাথে মিলে গেলে ক্ষমাপ্রার্থী । হয়ত কোথায় এই টাইপের গল্প সামুতে দেখেছিলাম ।

তার উপর ভিত্তি করে লিখি নাই অবশ্য । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.