আমাদের কথা খুঁজে নিন

   

হাসানো খুব কঠিন কাজ তাই না ? ৪

ছোট ছেলেকে মা রাতে ঘুম পারাচ্ছে । বুঝতেই পারছেন বাচ্চারা সহজেই ঘুমাতে চায় না আর এই জন্য মা ছেলেকে নানান ধরনের গল্প বলে ঘুম পারানোর চেষ্টা করছে। হঠাৎ ছেলে মাকে প্রশ্ন করলো মা তোমার কই বিয়া হইছে ? ছেলের কাছে এই ধরনে কথা শুনে একটু লজ্জা পেল এবং এই প্রসংগটা ঘুরানোর চেষ্টা করে বললো যে খোকনসোনা এমন করেনা,কাল তোমাকে বেড়াতে নিয়ে যাব আরও কত কি । কিন্ত ছেলেকি করও কথা শুনে,তার ঐ এক কথা আগে বল তোমার কই বিয়া হইছে ? অন্য কোন উপায় না দেখে মা ছেলেকে বুঝানোর জন্য বলছে-কেন সোনা জান না আমার বিয়া তোমার বাবার সাথে হইছে। ছেলে একটু চিন্তা করে বলে তাই নাকি মা-তাহলে তোমাদের নিজেদের মধ্যেই বিয়া হইছে।

আমিও মা নিজেদের মধ্যেই বিয়া করুম । অথচ দেখুন ছোট্র এই দেশে আমরা এত লোক বাস করছি, কই আমরা কি নিজেদের নিয়ে কখনো ভাবছি ?বা আমাদের নিয়ে কি কেউ ভাবছে? যা হচ্ছে তা কেবলই লোক দেখানোর জন্য। তা না হলে সংবিধান সংশোধনের নামে দেশে যা শুরু হয়েছে তা কি আদো যুক্তিক বলে মনে হচ্ছে । এক দল বলছে আমার বিস্ মিল্লাহ রাখতে হবে অন্য দল বলছে রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে হবে আর আরেক দল দুটো নিয়ে মহা বিপদে। আচ্ছা আমার মত যারা সাধারণ লোক তারা একটু ভেবে দেখুন তো সংবিধানে যদি ধর্মনিরপেক্ষ বাংলাদেশ থাকে তহলে কি ক্ষতিটা হয়।

ছোট্র এই দেশে আমরা সব ধর্মের লোক শান্তিতে আছি এই ধর্মকে ব্যবহার করে আবার কেন আমাদের ভাগ করা হচ্ছে । যেই দেশে রাষ্ট্রধর্ম ইসলাম নেই তাদের থেকে কি আমরা আনেক এগিয়ে। হ্যা এগিয়ে তো আছিই সব মন্দ কাজে। নিজেদের নিয়ে কেউ না ভেবে সবাই নিজের জন্য ভাবে তাই আজ আমাদের দেশের আজ এই অবস্থা । দেশের এই অবস্থায় সাধারণ নাগরিক হিসাবে শুধু একটি কথাই বলতে পারি "তোরা দেখ, দেখ, দেখরে আসিয়া চোখ থাকিতে এমন কানা কেমন করিয়া" ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।