আমাদের কথা খুঁজে নিন

   

হাসানো খুব কঠিন কাজ তাই না ? ৩



অনেকদিন আগের কথা তখন সবে মাএ আয়না আবিস্কার হয়েছে-একজন লোক ছিল যে তার বাবাকে দেখিনি তবে - তার মায়ের কাছে শুনেছিল তার বাবার চেহারা হুবুহু তার মত। একদিন সেই লোক মেলায় গিয়েছিল,মেলায় ঘুরে ঘুরে অনেক জিনিস পএ দেখছে এবং এটা সেটা কিনছে হঠাৎ কিছু একটা দেখে থমকে গেল আরে এটা কি ? আয়নায় তার নিজের ছবি দেখে তার বাবা ভেবে আয়নাটা কিনে নিল। মাঝে মাঝে আয়নার সাথে কথা বলে কিন্তু তার বাবা ঐ বাক্স বের হয়না,মাকে চমকে বলে আয়নাটা লুকিয়ে রেখে বাইরে চলে গেল। তার বউ কিছু খুজতে গিয়ে আয়নাটা পেয়ে এবং আয়নায় নিজের ছবি দেখে চিৎকার করে তার শাশুরীকে ডাকতে লাগলো ও আম্মা দেইখা যান আপনার ছেলে আর একটা বিয়া করছে ,আমার সংসারে সতীন নিয়া আইছে আমি আর এই সংসারে থাকুমনা,হায় হায় রে আমার এমন সর্বনাস কেমনে হইলরে ,বউ এর কান্না শুনে শাশুরী তাড়াতাড়ি এসে আয়নায় নিজের ছবি দেখে ছেলেকে বকতে লাগলো,গুলামের ঘরের গুলাম বিয়া করছিলি- করছিলিই একটা সুন্দর দেইখা বিয়া করতে পারলি না,আমার মত এমন থুর-থুইরা বুড়ি বিয়া করলি কে ???????????????????????????????????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।