আমাদের কথা খুঁজে নিন

   

আমাকে কেন জোর পূর্বক অসৎ করা হচ্ছে.....

জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি... আমার ব্যবসার প্রতিষ্ঠানের জন্য একটি নতুন ট্রেড লাইসেন্স করা প্রয়োজন। তাই গতকাল প্রয়োজনীয় কাগজপত্র রেডী করে আমার অফিসের ম্যানাজারকে ট্রেড লাইসেন্সটি করে আনার জন্য গুলশানের সিটি কর্পোরেশন অফিসে পাঠালাম। উল্লেখ্য আমার অফিস বনশ্রী আবাসিক এলাকায় এবং আমার ট্রেড লাইসেন্সের সরকার নির্ধারিত ফিঃ ২৭৫০টাকা। আমার ম্যানাজার যখন প্রয়োজনীয় কাগজপত্র ও সরকার নির্ধারিত ফি ২৭৫০টাকা জমা দিতে চাইলো তখন সিটি কর্পোরেশনের বনশ্রী আবাসিক এলাকার দ্বায়িত্ব প্রাপ্ত ব্যক্তি তাকে বলল বনশ্রী আবাসিক এলাকায় ব্যবসা প্রতিস্ঠানের জন্য এখন কোন ট্রেড লাইসেন্স প্রদান করা হয় না (অথচ বনশ্রী আবাসিক এলাকায় অগনিত দোকান ও ব্যবসা প্রতিস্ঠান বর্তমানে বিদ্যমান)। যাইহোক, আমার ম্যানাজারকে সেই রেফারেন্স দিল কিন্তু সে মানতে নারাজ এবং বলল এইগুলি সব আগের ট্রেড লাইসেন্স। আমার ম্যানাজার জানতে চাইলো এখন কি করার, তখন সিটি কর্পোরেশনের দ্বায়িত্ব প্রাপ্ত ব্যক্তি বলল আপনি ট্রেড লাইসেন্স ফি ২৭৫০টাকা সহ মোট ৫০০০টাকা দিলে করে দিতে পারি। এই হলো সিটি কর্পোরেশন অফিস গুলির অবস্থা....ঘুষ, দূর্নীতি ছাড়া কোন কাজই আগায় না..... একদিকে আমার রাস্ট্রে ব্যবসা করতে হলে নিয়ম অনু্যায়ী ট্রেড লাইসেন্সের প্রয়োজন হয় না করলে বেআইনী আবার ট্রেড লাইসেন্স ব্যতিত ব্যাংক এ্যাকাউন্ট ও অনেক কোম্পানীতে এনলিষ্টম্যান্ট হওয়া যায় না... কিন্তু আমিতো ঘুষ, দূর্নীতি, অসততা পছন্দ করি না.. আমি সততার সাথে ও উত্তমভাবে ব্যবসা করার সর্বোচ্চ চেষ্টা করি....আমি হয়তো উপরি টাকা দিলে আমার ট্রেড লাইসেন্সটি হয়তো পাবো না... ভেবে পাই না রাস্ট্রীয় সেবা মূলক প্রতিস্ঠান গুলি কেন জোড় করে মানুষকে অসতৎ ও দূর্নীতিবাজদের সাথে সামিল করে....?

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.