আমাদের কথা খুঁজে নিন

   

ইথারের কাঁপন

ইমোশনের ঢেউ কাঁপে ইথারে হৃদয় শব্দ জোৎস্না জানালায় দেয় উঁকি পুরান গাঁথা মিথ খেলে মননে ময়ুরপঙ্খি সাতরঙ পাল, হাওয়ায় ভাসে। বাঁশী বাজে নি:ঝুম দুপুরে উদাসী হাওয়া থেমে যায় মেঠো পথে ক্লান্ত পথিক স্মৃতির ভেলায় ভাসতে থাকে আকাশ ভাঙ্গা ঝড়ের মাতন গহীন বুকের গাঙ্গে। ঝরা পাতার স্বপ্নবিদ্ধ চোখ খোঁজে ফিরে সোনালী সমুদ্র দুঃখ কাঁপে চোখের তারায় ভালোবাসা গড়াগড়ি খায় ধূলায়। আমরা আর কত দূর যাব? দিগন্ত ছুঁতে পারব তো শেষ পর্যন্ত? রাতদিন অট্টহাসির হট্টোগোল রাতদিন কান্না হাসির হুল্লোর। রাতদিন প্রতিক্ষা প্রত্যাবর্তন কতদিন? কতদিন ভালোবাসা বিহীন মরুধূলা উড়বে চারপাশে বাউলের একতারা সুর অন্তরে ভেজা চোখ ইথারের কাঁপন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।