আমাদের কথা খুঁজে নিন

   

সামুর কয়েকজন সেলিব্রেটি ব্লগারের সচিত্র স্ক্যান্ডাল……………

"জানালার ওপাশের অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে..একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিসঙ্গ্তায় ডুবেছি"-(শঙ্খনীল কারাগার)হুমায়ূন আহমেদ প্রতিবছর দেখা যায় বর্ষা মৌসুম এর শুরুতে অর্থাৎ জুন মাসে ঘটা করে বৃক্ষরোপন সপ্তাহ পালন করা হয় এবং এর জন্য ঘটা করে সরকারী বেসরকারী ভাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় ,কিন্তু এই বছর এই বৃক্ষরোপন দিবস উদযাপনে এসেছে ভিন্ন আমেজ এসেছে ভিন্ন রকম পালনের ধারা , কি রকম নতুন নতুন ধারা তা নিয়ে মাঠে ঘাটে পার্কের আনাচে কানাচে খোজা (গো + এষণা ) করে এনেছেন বিশিষ্ট চিপা গো-বেষক ছাকু !!! ** সাম্প্রতিক কালে বৃক্ষরোপন সপ্তাহ পালনে অনেক ব্লগাররাই এনেছেন ভিন্নতা ........ কি কি ভিন্নতা এসেছে তা জানতে আমরা দারস্থ হয়েছিলাম সাম্প্রতিক কালের সেরা ব্লগার রাজসোহান এর কাছে কি করছেন তিনি দেখাই যাক না আমাদের বিশেষ প্রতিবেদকের মতে তিনি এই বছর বৃক্ষরোপন সপ্তাহে ঘটা করে ভালোবাসার বৃক্ষরোপনের বীজ বুনার বিশেষ কর্মসূচী হাতে নিয়েছেন ,তাই তিনি এখন খুব ব্যস্ত এই ব্যপারে তার মতামত জানতে চাইলে তিনি ফোনের অন্যপ্রান্ত থেকে বলেন “রেন্ট এ সিটি রেন্ট এ কিস”এবং তিনি বারবার এই লাইন টারই পুনরাবৃত্তি করতে থাকেন তার এই লাইন বার বার বলার রহস্য কি তা মোচনের ভার রইলো আপনাদেরই উপর ……… **অপরদিকে আরেক বিখ্যাত ব্লগার আলিম আল রাজি বর্তমানে তার খোমাখাতায় ভালোবাসার পুষ্পবৃষ্টি বর্ষণই করে চলেছেন ,তার প্রেম পূর্ণ স্ট্যাটাস দেখে সাম্প্রতিক সময়ে কিছু সিনিয়র ব্লগার নস্টালজিক হয়ে পড়ছেন এবং তাদের সেই ফেলে আসা দিনগুলির কথা স্মরণ করে বারে সিগার ফুকিয়ে ধোয়ায় ঘর ভর্তি করে চলেছেন …………এমন কি স্ট্যটাস যা দেখে উনারা নস্টালজিক হয়ে পড়েছেন চলুন একবার দেখে আসি এই ব্যাপারে তার সাথে যোগাযোগ করতে চাইলে তিনি খোমা বইয়ে এক আলাপচারিতায় জানান বর্তমানে তিনি খুব ই ব্যস্ত আছেন খুব শীঘ্রই তিনি সুরমা ,মেঘনা পাড়ি দিয়ে ভালোবাসার বীজ বপন করতে ছুটে যাবেন …………………(কোথায় তা গোপন করা হল) **সাম্প্রতিক কালের বিভিন্ন ব্যতিক্রমী পোষ্ট দেবার জন্য আমাদের সবারই কমবেশি ব্লগার জাহাজী পোলার নামটি কারুর ই অজানা থাকার কথা নয় ।বিভিন্ন ব্যতিক্রমী পোষ্ট দেবার কারণে তিনি সবার নিকটই পরিচিত…….. আমাদের গোপন তদন্ত মতে তিনিও এই ভিন্ন রকম ভালোবাসার মৌসুমে এর উদযাপনে কোনো ভাবেই পিছিয়ে নেই , সর্বশেষ খবর অনুযায়ী তিনি জাহাজ থেকে ছুটে দেশে এসে পড়েছেন ভালোবাসার বীজ বপনে , কোথায় ???? তা নিজ চোখেই দেখুন এ ব্যাপারে উনার সাথে ফোনে যোগাযোগ করতে চাইলে তিনি বলেন ছাকু আমি এখন একটু ব্যস্ত তার পর ওপাশ থেকে বিপ বিপ আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যায়নি ……….. ***আজ এই পর্যন্তই আগামী পর্বে দেখানো হবে তাদের জন্য আমাদের বীজ বপনের জায়গা নির্বাচন এবং কিছু মহামূল্যবান টিপস তাও বিনামুল্যে আসুন সবাই এই ব্যতিক্রম ধর্মী বৃক্ষরোপণ তথা ভালোবাসার বীজ বপনকে উৎসাহিত করি  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.