আমাদের কথা খুঁজে নিন

   

এক হয়ে গেল গুগোল, বিং আর ইয়াহু! (রিপোষ্ট)

ওয়েব সাইটের মালিক এবং ওয়েব মাষ্টারদের জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আরও সহজ করার জন্য গুগোল, বিং আর ইয়াহু যৌথ উদ্যোগে অতি সম্প্রতি উদ্ধোধন করেছে schema.org . ওয়েব সাইটগুলোর ডাটা মার্কআপ আরো নিয়মতান্ত্রিক করার জন্য মূলত এই প্রচেষ্টা। এই যৌথ প্রচেষ্টার মুল লক্ষ্য ওয়েব মাষ্টারদের কে বিভিন্ন তথ্য দেয়া যেন আরো সহজ এবং নিয়মতান্ত্রিক ভাবে তাদের সাইটগুলো তৈরি করে যেন বিভিন্ন সার্চ ইঞ্জিনে তাদের সাইটগুলো আরো উপরে এবং সঠিক রেজাল্ট হিসেবে আসে। একজন গুগোল ব্লগারের বক্তব্য, "We want to continue making the open web richer and more useful. We know that it takes time and effort for webmasters to add this markup to their pages, and adding markup is much harder if every search engine asks for data in a different way. That’s why we’ve come together with other search engines to support a common set of schemas, just as we came together to support a common standard for sitemaps in 2006. With schema.org, site owners can improve how their sites appear in search results not only on Google, but on Bing, Yahoo! and potentially other search engines as well in the future." সত্যিকার অর্থেই, যদি ওয়েব এভাবে আরো সংগঠিত হয়, তবে কোন কিছু খুজতে হলে অনেক কম সময়ে বেশি সঠিক তথ্য পাওয়া যাবে। বিস্তারিত সূত্র: schema.org এবং সুখবর


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।