আমাদের কথা খুঁজে নিন

   

ধ্রুবসত্য অথবা কল্পলোকের গল্পকথা

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d মানুষের জীবনে অনেক সময় বেশ কিছু রকমের ঘটনা ঘটে যার কোন ব্যাখা থাকে না। হয়ত সেইসব কেউ অনুভব করে, কেউ হয়ত করেনা। এর সাথে বিশ্বাসের ব্যাপারটা জড়িত। আর বিশ্বাসী আর অবিশ্বাসীর মাঝে কোন তর্ক না ঘটিয়ে বরং প্রত্যেকের বিশ্বাসের দিকে সন্মান রেখেই আমার কথা গুলো বলছি।

কালের বিবর্তনে মানুষ নতুন নতুন জিনিস বা তত্ত্ব আবিষ্কার করে। হয়ত সেই বিশ্বাসী আর অবিশ্বাসী মানুষের দলগুলোর মধ্যে আবারও বিভাজন ঘটে আবার হয়ত তার মধ্যে থেকে একটা দল অবিশ্বাসীই থেকে যায়। এমনটা হতেই পারে। এটাই স্বাভাবিক। বিজ্ঞানের কল্যানে আমরা প্রতিদিন নতুন নতুন অনেক কিছুই জানতে পারছি।

তথ্য প্রমানের জোড়ে হয়ত আমরা এমন কিছু একটা বিশ্বাস করছি যে বিষয়টাতে হয়ত আমরা বা আমাদের পূর্বপূরুষেরা অতি অবিশ্বাসী ছিলেন। মানুষ তার অবচেতন মনে অনেকরকম খেয়াল, স্বপ্ন অথবা অশীরিরি কোন কিছুর উপস্থিতি বা অনুভুতি পেয়ে থাকে। আমি মুসলিম ধর্মে বিশ্বাসী বলেই আল্লাহর অদৃশ্য কোন সৃষ্টির প্রতি বিশ্বাস রাখি। পবিত্র কোরআন শরীফে অনেক জায়গায় জ্বীন জাতির কথা বলা হয়েছে। এবং শুধু তাই-ই নয় জ্বীন নামে ২৮টি আয়াতের একটি সূরাও আছে।

এছাড়াও বিভিন্ন হাদিস এবং বড় ইসলাম বিশারদদের লিখা বই বা বিশ্নেষণ থেকে আমরা জ্বীনের কার্যপ্রণালী বা গতিবিধি সম্মন্ধে কিছু জানতে পারি। সূরা আর-রহমান ১৪,১৫,১৬ নং আয়াত থেকে: خَلَقَ الْإِنسَانَ مِن صَلْصَالٍ كَالْفَخَّارِ মাটির শুকনো ঢিলের মত পচা কাদা থেকে তিনি মানুষকে সৃষ্টি করেছেন وَخَلَقَ الْجَانَّ مِن مَّارِجٍ مِّن نَّارٍ আর জিনদের সৃষ্টি করেছেন আগুণের শিখা থেকে فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের অসীম ক্ষমতার কোন কোন বিস্ময়কর দিক অস্বীকার করবে? এটা ছাড়াও আমরা অনেকে অনেক রকম অলৌকিক বা অবাস্তব বা কল্পনা প্রসূত বা মস্তিকের খেলা বা চোখের ধাঁধা দেখি যেগুলোর কিছু বিজ্ঞান দ্বারা প্রমাণিত আবার কিছু এখনও বিজ্ঞানের অধরাই রয়ে গেছে। এই বৈজ্ঞানিক প্রমাণ বিহীন পুরো ব্যাপারগুলোকে প্যারানরমাল ম্যাটারস বলি। তবে এগুলো নিয়ে অনেক গবেষণা চলছে বা চলবে। হয়ত একসময় বিজ্ঞানও এগুলোর সত্যতা নিয়ে কোন না কোন দলিল বা প্রমাণ দিবে অথবা বাতিল করে দিবে।

আমার বা আমার পরিবারের বা আমার বন্ধুবান্ধবের অথবা আমার পরিচিত অনেক জনেরই এমন অনেক ঘটনা দেখেছি বা শুনেছি যেগুলোর কোনটি আমিও প্যারানরমাল ম্যাটারসের মধ্যেই ফেলে দেই। আমি সেইসব ঘটনাগুলো পোষ্ট আকারে লিখবো সময় করে। যেগুলোর আমার কাছে অমীমাংসিত রহস্য। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।