আমাদের কথা খুঁজে নিন

   

আমার সামু,আমাদের সামু

জানি তুই রৌদ্র হয়ে আকাশটাকে ছুঁয়ে দিবি এইটা আমার সামু-আমার ছোট খালামণির ছেলে,নাম সামিন।আমাদের ফ্যামিলির সবাই পিচ্চিকিচ্চিগুলোর নামের শেষে ু লাগিয়ে দেয়,যেমন সামিনের বড়টার নাম মায়িশা,তাকে আমরা ডাকি মাশু ,আমাকে আম্মু ডাকে পূরবু.. তেমনি সামু ...সে খুবই দুষ্টু বাচ্চা,তার একমাত্র পছন্দনীয় কাজ হচ্ছে খাটের মাথার কাছে যে উচুঁ অংশ [যেটাকে সম্ভবতঃ হেডপোস্ট বলে],সেখান থেকে সবার ঘাড়ের ওপর লাফ দেওয়া সে আমাদের,মানে তার বড় আপুগুলোর অতি ভালোবাসায় যারপরনাই বিরক্ত তাতে আমাদের গাল টানাটানি অথবা "পাপ্পি" দেয়ায় ঘাটতি পড়ে না।আমি প্রায়ই ভুলে যাই যে সে এখন টু-তে পড়ে,এবং তাকে কোলে নেয়ার জন্য টানাটানি করি।সেজন্য সে আমার কাছে ঘেঁষতে চায় না

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.