আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের সামু আমাদেরই আড্ডা ।আমাদের মন্দে আসবেই একদিন ভালো ।আপনাদের পরামর্শ সাদরে গৃহীত ।সবাই কে ধন্যবাদ

আমার বহুমাত্রিকতা। জ্যক অফ অল ট্রেড ..।

সামহোয়ারিন কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সহযোগিতার জন্য মেঘাচ্ছন্নকে প্রাণঢালা কৃতজ্ঞতা দিন ও সময় --আজ ২৭ ডিসেম্বর রাত ১১ টা (বাংলাদেশ টাইম ) সকাল ১২ টা (নিউইয়র্ক ও টরোন্টো) ( টেস্ট ট্রান্সমিশন শুরু হবে বিডি টাইম রাত ১০.৩০ এ) ফোন করুন : ১-৬৪৬-৯২৯-০৯৮৬( বিডি বাদে অন্য দেশ থেকে) বাংলাদেশ থেকে কল করতে এই নম্বরের আগে "০১২ "লাগিয়ে নিন। [/sb] সবাই এই লিংকে লাইভ শুনুন----- লিংক কাজ করবে আজ রাত ১০.৩০ থেকে ) সরাসরি সম্প্রচারে পৃ্ষঠপোষক---আমেরিকার অন লাইন রেডিও প্রজন্ম ৭.১ ------------------------------------------------------------------------------------- ------------------------------------------------------------------------------------ আমাদের উপরোক্ত লিংকে ক্লিক করলেই শুনতে পাবেন বিডি টাইম রাত ১০.৩০ থেকে আর আড্ডা শুরু হবে এর আধা ঘন্টা পরে অর্থাৎ বিডি টাইম রাত ১১ টায় ১। উপরের নম্বরে কল করলেই হবে তখন সরাসরি কথা বলবেন।

সারা পৃথিবী থেকে ব্লগারগণ কল করবেন । সেক্ষেত্রে লাইন কিছুটা ব্যস্ত থাকতে পারে। অনুগ্রহ করে ধৈর্য ধরে আবার চেস্টা করুন। আমরা সবার সাথে কথা বলতে চাই । আর আপনারাতো লাইভ শুনছেনই ।

২। কল করার আগে আপনার কম্পিউটারের ভলিউম কমিয়ে নিন ৩। ইন্টারনেট এক্সপ্লোরারে দেরী হতে পারে লাইভ আসতে । ফায়ারফক্স ব্যবহার করুন আসুন আমরা সবাই চায়ের কাপে তুমুল ঝড়ে আড্ডায় মেতে উঠি। আড্ডায় বসার আগে কম্বল নিয়ে বইসেন সবাই.... আড্ডা দিতে দিতে জমে যেতে পারেন........ দিন ও সময় --আজ ২৭ ডিসেম্বর রাত ১১ টা (বাংলাদেশ টাইম ) সকাল ১২ টা (নিউইয়র্ক ও টরোন্টো) ( টেস্ট ট্রান্সমিশন শুরু হবে বিডি টাইম রাত ১০.৩০ এ) ফোন করুন : ১-৬৪৬-৯২৯-০৯৮৬( বিডি বাদে অন্য দেশ থেকে) বাংলাদেশ থেকে কল করতে এই নম্বরের আগে "০১২ "লাগিয়ে নিন।

[/sb] সবাই এই লিংকে লাইভ শুনুন----- লিংক কাজ করবে আজ রাত ১০.৩০ থেকে ) সরাসরি সম্প্রচারে পৃ্ষঠপোষক---আমেরিকার অন লাইন রেডিও প্রজন্ম ৭.১ ------------------------------------------------------------------------------------- ------------------------------------------------------------------------------------ আমাদের উপরোক্ত লিংকে ক্লিক করলেই শুনতে পাবেন বিডি টাইম রাত ১০.৩০ থেকে আর আড্ডা শুরু হবে এর আধা ঘন্টা পরে অর্থাৎ বিডি টাইম রাত ১১ টায় ১। উপরের নম্বরে কল করলেই হবে তখন সরাসরি কথা বলবেন। সারা পৃথিবী থেকে ব্লগারগণ কল করবেন । সেক্ষেত্রে লাইন কিছুটা ব্যস্ত থাকতে পারে। অনুগ্রহ করে ধৈর্য ধরে আবার চেস্টা করুন।

আমরা সবার সাথে কথা বলতে চাই । আর আপনারাতো লাইভ শুনছেনই । ২। কল করার আগে আপনার কম্পিউটারের ভলিউম কমিয়ে নিন ৩। ইন্টারনেট এক্সপ্লোরারে দেরী হতে পারে লাইভ আসতে ।

ফায়ারফক্স ব্যবহার করুন আসুন আমরা সবাই চায়ের কাপে তুমুল ঝড়ে আড্ডায় মেতে উঠি। আড্ডায় বসার আগে কম্বল নিয়ে বইসেন সবাই.... আড্ডা দিতে দিতে জমে যেতে পারেন........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.