আমাদের কথা খুঁজে নিন

   

একটি চিরায়ত পোস্ট : সামু যদি সরকার না হয় তাইলে পোস্ট গেলো কই আর সামু যদি সরকার হয় তাইলে সামু কই? এর মধ্যে কোনো সাময়িক প্রসঙ্গ নাই

অতএব- লক্ষন যা, তাতে দুঃখ আর ক্ষোভই আমার কপালের লেখা।

কৌতুক দিয়া শুরু করনের বিপদ আছে। লেখালেখির এক গুরু একবার আমগোর এইটা কইছিল। যে কোনো সিরিয়াস বিষয় নিয়া লিখতে গেলে তারমতে প্রথম লাইনখানা মহাগুরুত্বপূর্ন। প্রথম লাইনখানা যদি লাগসই হয় তবে পুরা লেখাই উতরাইয়া যায়।

তখন আমরা নোট নিছিলাম যে, বারো রকম ভাবে নাকি প্রথম লাইন শুরু করন যায়। তার একটা হৈলো কৌতুক। কিন্তু আগেই যেমন কইছি- এর সুবিধার মতো বিপদও ভয়াবহ। পাঠক নাকি সিরিয়াস বিষয়ের শুরুতে জোকস টোকস দেইখা লেখকরে ননসেন্স কইয়া অন্য লেখায় মনোযোগ দিতে পারে। অথবা- দেখছো! কি সিরিয়াস বিষয় অথছ কি হালকা চালে শুরু কর্ছে- কইয়া লেখার মধ্যে ডুবতে পারে।

আমার এই পোস্টের বিষয় জননিরাপত্তা। সুতরাং অতীব সিরিয়াস বিষয়। কিন্তু আমি রিস্ক নিতে চাইনা। সুতরাং আমি কৌতুক দিয়া শুরু করুম না। তাছাড়া কৌতুকডা ভয়াবহরকমভাবে প্রাপ্তবয়স্ক।

দুই অর্থে বহুত বয়স্ক মানে পুরানা কৌতুক আবার বয়স্ক লুকজন সাধারনত এইসব কৌতুক শুইনা আরাম বোধ করে। কিন্তু সামহোয়ারের এখনো আঠারো বছর বয়স হয় নাই। সুতরাং সামুরে উদ্দেশ্য কইরা এই কৌতুক কওন যাইতো না। আমি বরং সিরিয়াস কতাডাই কই- সরকার যা কিছু হুমকি মনে করে, নিষিদ্ধ করে; ব্লগও যদি সেইটারে হুমকি মনে কইরা নিষিদ্ধ করে তাইলে ব্লগটা গেলো কই? সামু যদি সরকারি নীতিমালা-ই অনুসরন করবো তো তাইলে আর সামু কি কইরা সামু হয়?।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.