আমাদের কথা খুঁজে নিন

   

আপনার কম্পিউটার এর পাসওয়ার্ড হিসেবে সেট করুন আপনার ছবি।

ওয়েব ডিজাইন আপনি কম্পিউটার এর সামনে যান, আর আপনার ছবি দেখেই ওপেন হবে আপনার কম্পিউটার! কি অবাক হচ্ছেন তো! এমনই একটি সফ্টওয়্যারের সাথে পরিচয় করাব আপনাদের। সফটওয়্যারটির নাম keylemon v. 2.6.1 . সফটওয়্যারটির কাজ হল আপনার ছবিকে পাসওয়ার্ড হিসবে সেট রাখা। আপনি আপনার মডেল প্রথমে কম্পিউটার কে চিনিয়ে দিবেন আর তারপর কম্পিউটার আপনাকে দেখলেই নিজে নিজেই আনলক হয়ে যাবে। মানুষ মানুষকে ভুলে গেলেও এই সফটওয়্যার আপনাকে ভুলবে না। Software টির বিশেষত্ব হলঃ ১. খুব দ্রুত আপনার face detect করতে সক্ষম।

২. কম্পিউটার এর সামনে আপনি বসে থাকলে পাসওয়ার্ড দেয়ার ঝামেলা নেই। ৩. কেউ যদি আপনার আগচরে কম্পিউটার আনলক করতে যায় তাহলে তার ছবি তুলে রাখে এই সফটওয়্যারটি। ৪. একই সাথে আপনি কয়েকজনের মডেল দিয়ে রাখতে পারবেন এবং শুধু তারা সামনে আসলেই কম্পিউটার আনলক হবে। Key Lemon System requirements: Operating systems: Windows XP Sp2/Sp3 Windows Vista Windows 7 Minimum hardware requirements: Pentium 500 MHz (Recommended: Pentium 1GHz or greater) 100 MB RAM (Recommended: 128 MB RAM or greater) 50 MB hard drive space USB webcam or integrated webcam (laptop) সেট আপ করবেন যেভাবেঃ প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করুন। Click this link ১. উইন্ডোজ ৭ ইউজারদের কোন ঝামেলা নেই সেট আপ করুন তারপর নিজের মডেল অ্যাড করুন।

তারপর থেকে নির্দিধায় ব্যবহার করুন। ২. উইন্ডোজ এক্সপি ইউজাররা প্রথমে সেট আপ করুন তারপর crack ফাইলটি setup directory তে পেস্ট করুন। পেস্ট করতে গেলে রিপ্লেস কর্তে বলবে। নির্দিধায় রিপ্লেস করে দিন। আর তারপর আজীবন ব্যবহার করুন।

Source Post : Click this link Original Post ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.