আমাদের কথা খুঁজে নিন

   

ঢাবির কলা ভবন বোমায় উড়িয়ে দেয়ার হুমকি

বোমা হামলার হুমকি পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে তল্লাশি চালিয়েও কোনো ধরনের বিস্ফোরক পায়নি পুলিশ। ধারণা করা হচ্ছে, আতঙ্ক ছড়াতেই কেউ এ কাজ করছে। গতকাল সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের টেলিফোন এক্সচেঞ্জে ফোন করে কলা ভবন উড়িয়ে দেওয়ার হুমকি আসে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কেএম সাইফুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, সকাল পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের টেলিফোন এক্সচেঞ্জে টেলিফোন করে এক ব্যক্তি কলা ভবনে বিস্ফোরণ ঘটানোর হুমকি দেয়। একই সময়ে ফোন যায় নিউ মার্কেট থানায়ও।

পরে পুলিশের তিনটি ইউনিট বেলা ১২টা পর্যন্ত কলা ভবন এবং কলা ভবনের বাইরের চারপাশে তল্লাশি চালায়। ঢাকা মহানগর পুলিশের রমনা অঞ্চলের উপকমিশনার কৃষ্ণপদ রায় সাংবাদিকদের বলেন, অজ্ঞাত কলারের এ হুমকির পর আমরা পুলিশের স্পেশাল টিম, সুুুুুুুুইপিং ইউনিট এবং ডিসপোজাল ইউনিট নিয়ে কলা ভববনের ভিতর এবং বাইরে তল্লাশি চালাই। তবে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। সাইফুল বলেন, পৌনে ৯টায় টেলিফোন করে ওই ব্যক্তি প্রথমে উপাচার্যের সঙ্গে কথা বলতে চায়। উপাচার্য না থাকার কথা জানালে সে জানায়, সাড়ে ৯টায়, সাড়ে ১০টা ও সাড়ে ১১টায় তিন দফা বোমার বিস্ফোরণ ঘটানো হবে কলা ভবনে।

প্রক্টর ধারণা করছেন, আতঙ্ক তৈরির জন্য কেউ এ কাজটি করেছে। তবে ছাত্রদের সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.