আমাদের কথা খুঁজে নিন

   

ঢাবির নির্মম বাস্তবতা

ঢাকা বিশ্ববিদ্যালয় যে বাংলাদেশের একটি সর্বোচ্চ বিদ্যাপীঠ সেটা বলার অপেক্ষা রাখেনা । হাজার হাজার ছাত্র-ছাত্রীদের স্বপ্নের স্থান এই ঢাবি । কিন্তু এই ঢাবির শিক্ষকদের মধ্যে বিশেষ করে বিজ্ঞান বিভাগের অধিকাংশ শিক্ষক আছেন যারা প্রাইমারী স্কুলে পড়ানোর যোগ্যতা রাখেনা । ক্লাশে গিয়ে নোট বা শীট দেখে লেকচার হুবুহু বোর্ডে কপি করেন । কোনো প্রশ্ন করলে এমন ভাব করেন যে, মনে হয় একে-৪৭ দিয়ে মাথার খুলি উড়িয়ে দিবেন ।

আবার বলেন- পরীক্ষায় খারাপ মার্কস পেলে নাকি তাদের কষ্ট হয়, কান্না আসে । কিন্তু খাতায় মার্কস দিতে যে এর চেয়ে কষ্ট হয় ! মনে হয় যেন বাপ-দাদার সম্পত্তি থেকে কিছু অংশ দিয়ে দিচ্ছেন (মুখে মধু অন্তরে বিষ) । আবার তারা এক শিক্ষক অন্য শিক্ষককে গর্ব করে বলেন,"আমার কোর্সে কেউ ভালো করেনি , কত কঠিন আমার কোর্স " । (what a jokes !), কিন্তু তুমি যে শালা পড়াতে পারনা এটা বোঝ না ? [ কথায় আছেনা , ভালো ছাত্র হলেই ভালো শিক্ষক হওয়া যায়না । ] যার ফলে অনেক ছাত্র-ছাত্রী ঝরে পরে কালের অতল গহ্বরে ।

এই ঝরে পড়া ছাত্র-ছাত্রীদের সবাই কিন্তু মেধবী, কোনো না কোনো স্কুল-কলেজের সেরা বা প্রথম কাতারের ছাত্র । তাদের এই অবস্থার জন্যে তারা যতটুকু দায়ী তার চেয়ে বেশী দায়ী সেই সব শিক্ষকরা । যেই শিক্ষকগণ তাদের কোর্সটাকে সহজভাবে উপস্থাপন করেন , তার কোর্সে সকল ছাত্র-ছাত্রী ভালো করে । তারাই প্রকৃত শিক্ষক , তাদেরকে হাজার সালাম । ঈশ্বর ওইসব শিক্ষকদের "যারা বলেন, আমার কোর্সে কেউ ভালো করেনি, মানে আমার কোর্স কত কঠিন" এই প্রথা থেকে মুক্ত দিন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.