আমাদের কথা খুঁজে নিন

   

ঢাবির হলে তল্লাশি, হাতবোমা উদ্ধার

শুক্রবার দুপুরে সংঘর্ষের পর বিকাল ৫টার দিকে এ তল্লাশি শুরু হয়।
হলের একটি কক্ষ থেকে কার্টনে ভর্তি হাতবোমা উদ্ধার করা হয় বলে শাহবাগ থানার উপপরিদর্শক শাহেদ আলী জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “হলের ৪৫৪ নম্বর কক্ষে একটি কার্টনে ১৫টির মতো তাজা ককটেল পাওয়া গেছে।”
সূর্যসেন হলের প্রাধ্যক্ষ একেএম মাকসুদ কামাল সাংবাদিকদের বলেন, দুপুরে ছাত্রদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় হাতবোমা বিস্ফোরণের শব্দ পাওয়ায় হলে এ তল্লাশি চালানো হয়।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, দুপুর দেড়টার দিকে সূর্যসেন হল ক্যাফেটেরিয়ার সামনে হল শাখা ছাত্রলীগের সভাপতি মোবারক হোসেন ও সাধারণ সম্পাদক আরেফিন সিদ্দিক সুজনের অনুসারীদের মধ্যে মারামারি হয়।
এরপর দুই পক্ষ হলের অতিথি কক্ষ ও পাঠকক্ষের সামনে অবস্থান নিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে।
এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদি হাসান ও সাধারণ সম্পাদক ওমর শরীফ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
পরে বিকাল ৫টার দিকে হলে তল্লাশি শুরু করে শাহবাগ থানা পুলিশ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.