আমাদের কথা খুঁজে নিন

   

রং বদলায় : রং বদলায় : আকাশের গায়ে কত কত রং : রং বদলায় : রং বদলায়

ভাল আছি "যখনই একটু ছুটি পাই আমি ছুটে যাই ছাদে সন্ধ্যের মুখে। যখনই একটু ছুটি পাই আমি ছুটে যাই ছাদে আকাশ দেখতে। । ছাদের মাথায় আকাশ দাঁড়িয়ে, আকাশের গায়ে কত কত রং রং বদলায়, রং বদলায়, মেঘ পাখি সবই বদলিয়ে যায়। ।

" যান্ত্রিক এই শহরে আকাশের সাথে দেখা করার খুব একটা সময় আমার আর হয়ে ওঠেনা। ঘরে ফিরতে ফিরতে সন্ধ্যে পেরিয়ে যায় প্রায়শই। রাতের অন্ধকারের মাঝে আকাশ হারিয়ে যায়। মাঝে মাঝে জেগে থাকে একাদশীর চাঁদ, আবার কখনও হারিয়ে যায়। তখন দেখা মেলে অনন্ত নক্ষত্রবীথির।

আবার কখনও কালো মেঘ এসে ঢেকে দিয়ে যায় সব। "দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব দেখি , ঝিলিক দিয়েছে বিদ্যুৎ রেখা হঠাৎ কখন তারা দেখা যায় অমনি আকাশ রং বদলায়। । " রাতের আকাশে জেগে ওঠে আমার ভালো লাগা কালপুরুষ। কোমরে তলোয়ার আর হাতে তীরধনূক নিয়ে যখন সে আমার সামনে দাঁড়ায় আমি সব কিছু ভুলে বিমূঢ় তাকিয়ে থাকি।

"হায় এখোনো আকাশ এত খেলা জানে, তাইতো আকাশ অদ্ভুত টানে শহরে আকাশো এত খেলা জানে, তাইতো আকাশ অদ্ভুত টানে। । " সেই টানে আমি ছুটে চলি অনন্তের পানে। ভোরের আলোয় খোলা আকাশের নীচে ছুটে যেতে প্রবল ইচ্ছা করে। গোধূলীর রং যখন আগুন লাগিয়ে দেয় অশ্বথের ডালে তখন মনে হয় সব ভেঙেচুরে মিশে যাই দিগন্তের মাঝে।

সুরম্য অট্টালিকার এই নগর ছেড়ে যতই দরে যেতে চাই দিগন্তের দেখা আর মেলেনা সহজে । আর তাই ছুটি পেলেই ছুটে চলা সাগরের কাছে। "মস্ত আকাশ, মগ্ন সাগর দিনে দিনে কত রং বদলায় দিন রাত চলে আপন নিয়মে আমারো সময় বয়ে চলে যায়। একদিন আমি সূর্য গ্রহণ দেখেছি হয়ত শ্রাবন ও দেখব একদিন আমি পূর্ণগ্রহণ দেখেছি হয়ত দ্রাবনও দেখব এত বড় ঢেউ এত ছোট আমি সময়ের তোড়ে ভেসে চলে যাই। ।

" ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।