আমাদের কথা খুঁজে নিন

   

= গতিতে বদলায় জীবন

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

বাসটি চলছে শতোর্ধকিলোমিটার বেগে ঊষর মরুর সব ধূসরতা পেছনে ফেলে ফেলে আমিও চলছি ধেয়ে; যাত্রীরা গতিবান সময়ে-পাথরে মরিচীকা বনে জড়াজড়ি আবেগে। আমার সম্মুখে ঐ ছুটে আসে প্রার্থনার ভবিষ্যৎ সুতীব্র ধারায় হাহাকার করে; ইতিহাস বলে অতীত বর্তমানের সূচারু ফলায় প্রাণের স্পন্দন কাঁপে থির থির হৃদয় থেকে অস্ফুট ভেসে আসে ব্যাথা-সমুদ্র-স্রোতবৎ। কাঁকর-পাহাড়, বালিয়াড়ী-উট; চলে মরুর জাহাজ ক্যাকটাস, টায়ার, বিধ্বস্ত গাড়ীর খুলি-পঞ্জির পলকে পলকে দৃষ্টিকে ছোঁয়, বলে- বিদায় বন্ধু এবার! সময় বিনির্মাণে সঞ্চিও মোদের এই ক্ষুদ্র ক্ষুদ্র আওয়াজ। কম্পিত কর-এ ছুঁয়ে দেখি আপনাকে আমি কি তেমনি আছি; যেমন ছিলাম ক্ষণকাল আগে অস্থিতে-বিবেকে? 20.08.2006 গতিময় বাস, রিয়াদের পথ, আল-কাছীমের কাছাকাছি, সৌদি আরব। ছবির জন্য [link|http://www.bonsaiinformation.com/Potsforbonsai/desrt

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।