আমাদের কথা খুঁজে নিন

   

মানুষ ভজলে সোনার মানুষ হবি।।।। আপন ঘরের খবর নে না!!!!

সভ্যচাষী সব কিছু হারিয়েও অনেক সময় মনে হয় কিছুই হারায় নাই। আবার সব কিছু থাকেতেও মনে হয় কিছুই নাই। মানবতার গান মানুষ ছাড়া ক্ষ্যাপারে তুই। । মূল হারাবি ও তুই মূল হারাবি মানুষ ভজলে সোনার মানুষ হবি।

। মানুষে মানুষ গাথা দেখ যেমন আলোক লতা। । জেনে শুনে মুড়াও মাথা। ।

যাতে চড়বি ও তুই যাতে চড়বি মানুষ ভজলে সোনার মানুষ হবি। । নিড়লে মৃণালে সোনার মানুষ উজ্জলে। । মানুষ গুরুর কৃপা হলেই।

। সেই ধন পাবি ও তুই সেই ধন পাবি মানুষ ভজলে সোনার মানুষ হবি। । মানুষ ছাড়া মনরে আমার দেখবি ভবে সব শুন্যকার। ।

ফকির লালন বলে মানুষ আকার। । ভজলে পাবি এই রুপ ভজলে পাবি মানুষ ভজলে সোনার মানুষ হবি। । ফকির লালন বলে মানুষ আকার।

। ভজলে পাবি ও তুই ভজলে পাবি মানুষ ছাড়া ক্ষ্যাপারে তুই । । মূল হারাবি ও তুই মূল হারাবি মানুষ ভজলে সোনার মানুষ হবি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.