আমাদের কথা খুঁজে নিন

   

গুনগুন পোকার জন্য লেখা

শ্রাবনী খুঁজছে ভাবনার পথ... আর মাত্র ১৫ দিন। আর মাত্র ১৫ দিন ঢাকায় থাকা! ভাবতেই কেমন লাগছে। আজ সন্ধ্যা থেকে চাইছিলাম একটা গল্প লিখতে কিন্তু যেভাবেই লিখতে শুরু করি না কেন ঘুরে ফিরে চলে যাবার গল্প হয়ে যায়। তাই সে চেষ্টা আর করলাম না। মনের মাঝে যে পোকাটা গুনগুন করছিল তার কথাই শুনলাম।

এই আমার প্রিয় শহর ঢাকা। যদিও আজকাল খুব অসহনীয় লাগে। তবুও এইখানেই কেটেছে আমার শৈশব কৈশর। এই শহরের ইট কাঠের কাঠামোর মাঝেই বেড়ে ওঠা। সেই শহর আমি ছেড়ে যাবো! হয়ত সারা জীবনের জন্যই।

ভাবতেই অবাক লাগছে। নিজের কথা লিখতে সবসময়ই খুব অস্বস্তি লাগে। এই সব এলোমেলো কথা শুধুই গুনগুন পোকার জন্য লেখা। কলিগদের সাথে সম্পর্কটা এত সুন্দর যে ওদের জন্য মনটা খুব খারাপ হবে বুঝতে পারছি। আজ একটা স্টুডেন্ট এসে খুব মন খারাপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটা প্যাকেট রেখে এক ছুট লাগাল।

একটা কলম। তখনই ঠিক করলাম যেদিন জয়েন করব এই কলমটা দিয়েই সাইন করব। এই আড়াই বছরে প্রতিদিন কামনা করেছি এই দিনটিকে। অবশেষে এসেই গেল বিদায়ের দিন। খুব আনন্দের কিছু সময় কাটিয়েছি এই ইনষ্টিটিউটে।

আমরা নয়জন এক জায়গায় বসতাম। এত ভাল সম্পর্ক ছিল যে মনে হতো সবাই খুব ঘনিষ্ঠ বান্ধবী। আজ অফিসে যাবার পর থেকে খুব খারাপ লাগছিল । সবাই বেশ চুপচাপ হয়ে গেছে। ক্লাসগুলি দ্রুত শেষ করাতে হচ্ছে তাই খুব একটা ফ্রী সময়ও পাচ্ছি না।

অজানা অচেনার পথে আরও একবার পথে নামা। মনটা ভাল লাগছে না। আম্মুর শরীরটা ভাল যাচ্ছে না। আব্বুর মন খারাপ থাকছে প্রায় সবসময়ই। এইসবের মাঝে নির্বিকার চিত্তে বসে বসে হাবিজাবি লিখে চলেছি।

ঘুম পেয়েছে। ভোরে উঠতে হবে......। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।