আমাদের কথা খুঁজে নিন

   

অপেশাদার পুটুগ্রাফারের ছবি ব্লগ (নিতান্তই সৌখিন) আমি কি আর কম পারি নাকি

ihzaka@yahoo.com হুপফূল মানসিক স্বচ্ছতায় বিশ্বাসী.. কিছুটা বাদর কিছুটা নিরিহ কিসিমের! তবে, অনেক বড় স্বপ্ন দেখে এদেশটাকে নিয়ে, যেখানে একদল শিক্ষিত তরুন ঘূণে ধরা রাজনীতিকে সত্যিকারের পরিবর্তণের পথে চালিত করতে নোংরা, হিংস্র সামপ্রদায়িকতামুক্ত, প্রকৃত দেশপ্ ব্লগে আসার পর থেকে বিখ্যাত বিখ্যাত পেশাদার ফটোগ্রাফারদের একেকটা ছবি দেখে নিজে নিজে আফসুস করা ছাড়া আর কিছুই করার ছিল না~ আফসুস এর কথা আর কি কমু? একটা মোস্টলি ফেভরিট ছং দিয়াই শুরু করি শীতলক্ষার পাড়ে তোমায় জানাই নিমন্ত্রন গাছ গাছালীর ছায়ায় বসে করব আলাপন এক আকাশ শুভ্রতা করি পান নিশীদিন প্রজাপতি হয়ে মন উড়ে চলে প্রতিদিন ও নদীরে, তুই যাস কোথায়রে কল কলাইয়া ছল ছলাইয়া কোন সুদুরে...... এই সেই খাল, সাকোটার পাশে আছে পানেএর বাটা, থুক্কু, বাশের মাচা~ যার বুকে ডুবে ডুবে এককালে টেংরা, খইলসা, বাইম, গজার, আইড়, পুটি দেদারসে ধরতাম~ আহ! সেই দিন কি আবার আসবে কোনদিন? আখের রস, মাড়িয়ে, গুড় জিহ্বায় আনে জল, করি হুড়মুড় বন্ধু তোমায় খুজে ফিরি দিন কিবা রাত প্রতিক্ষন শুনতে কি পাও তোমার বুকে আমার যত অনুরন? মাঝে মাঝে শুণ্য বুকে ইচ্ছে করেই যাই হারাই এই শহরের দালান কোঠা ইট পাথর আর সব মাড়াই যার যার ক্ষুধা লেগেছে তাত্তাড়ী আম ভর্তা খাইয়া লন, বাটি কিন্তুক একটাই দীর্ঘ আধারের বুক চিরে অবশেষে আলোর দিশা আমাদের জীবনগুলি বোধয় এমনই! ছবি রিলেটেড শিরোনাম খুইজা পাইতাছিনা~ পারলে কেউ কইয়া যান

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.