আমাদের কথা খুঁজে নিন

   

দুইটা কৌতুক আর একখান ফটুক দিলাম, পইড়া হাসতে হাসতে ঘুমাইতে যান!

আপনি আমাকে পছন্দ করেন কি করেন না তাতে আমার কিছু যায় আসে না, আপনাকে খুশি করার জন্য আমি এ পৃথিবীতে আসিনি। এক, এই কৌতুকটা অনেক আগে শুনেছিলাম আমার ছোট ভাইয়ের কাছে। একবার একটা প্লেনে করে চারজন যাচ্ছিল। এদের মধ্যে একজন পাইলট, একজন রাজনীতিবিদ, একজন শিক্ষক আর একজন ছাত্র। মাঝপথে এসে প্লেন নষ্ট হয়ে যায়।

পাইলট বাকি যাত্রীদের জানায় যে প্লেন ক্রাশ করবে, সুতরাং সবাই প্যারাসুট পরে লাফ দিতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে প্যারাসুট মাত্র ৩টা। এই কথা বলে সে আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে একটা প্যারাসুট পরে লাফ দেয়। রাজনীতিবিদ দেখল অবস্থা খারাপ, কিন্তু এমন খারাপ অবস্থা সামলানোর অভিজ্ঞতা তার ভালই আছে। সে বিশাল বক্তৃতা দেয়া শুরু করল।

দেশে মেধাবী রাজনীতিবিদ খুবই প্রয়োজন, সে মারা গেলে নাকি দেশের বিরাট ক্ষতি হবে! এসব বক্তৃতাতে অস্থির হয়ে বাকি দুইজন তাকে বলল, ভাই আপনি আরেকটা প্যারাসুট নিয়ে তাড়াতাড়ি লাফ দেন। রাজনীতিবিদ আর সময় নষ্ট না করে লাফ দিল। এবার শিক্ষক তার ছাত্রকে বলল, "বাবা আমি বুড়ো মানুষ, আমার আর বেশি আয়ু নেই, দুনিয়া তো অনেক দেখলাম। একটা মাত্র প্যারাসুট আছে, তুমি এটা নিয়ে লাফ দাও। " ছাত্র বলল, "স্যার, তারা দুইজন লাফ দেয়ার পরও আমাদের কাছে আরো দুইটা প্যারাসুট বাকি আছে!" শিক্ষক বলল, "কিভাবে?" ছাত্র জবাব দিল, "রাজনীতিবিদ হারামিটা বেশি বক বক করতে করতে আমার স্কুল ব্যাগ নিয়ে লাফ দিয়েছে!" দুই, এই কৌতুকটাও আমার ভাইয়ের কাছে শুনেছি।

এটা অবশ্য কিছুদিন আগে। একবার এক লোক পানিতে ডুবে যাচ্ছিল। সে অনেক্ষন চিৎকার করল কিন্তু আশেপাশে কেউ ছিল না তাকে বাঁচানোর মত। পানিতে খাবি খেতে খেতে তার হাতে একটা মাছ ধরা পড়ল। সে মাছটাকে জোরে ডাঙ্গার দিয়ে ছুঁড়ে মেরে বলল, "আমি তো সাঁতার জানি না, তাই নিজের জীবন বাঁচাতে পারলাম না।

কিন্তু তোকে মরতে দিব না, তুই অন্তত নিজের জীবনটা বাঁচা!"  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।