আমাদের কথা খুঁজে নিন

   

বিবাহযোগ্য পাত্র পিয়ার উদ্দিন মহব্বত এর CV (কনের বাপ-মায়ের জন্য)

আগেকার দিনে বিয়ের জন্য পাত্র পাত্রী নির্বাচন করার পূর্বে পাত্র/পাত্রীর নাম ঠিকানা বা বড়জোর ছবি চাওয়া হত যুগ পাল্টে পরে আসল বায়ো-ডাটা কিন্তু এখন তাও বদলে গেছে এখন বিবাহের জন্য সিভি চাই। কিন্তু বিয়ের উপযুক্ত যুবক পিয়ার উদ্দিন মহব্বত তো পড়ল বিশাল সমস্যায় তারও সিভি তৈরী করতে হবে। আবার সিভি তৈরী করতে হলে লক্ষ্য, অভিজ্ঞতা, দক্ষতা ইত্যাদি বিষয় অবশ্যই অন্তর্ভক্ত করতে হবে। কিন্তু তার অভিজ্ঞতা ও দক্ষতা কোনটাইতো ভাল নয়। মহব্বত বুকে পাথর বেঁধে, অসীম সাহসের সাথে, অবশেষে তার সিভি তৈরী করল যা দেশের বিবাহযোগ্য মেয়ের বাবা-মায়ের উদ্দেশ্যে প্রকাশ করা হল: লক্ষ্য: ধনী বাপের একমাত্র কন্যা, সুন্দরী, ফর্সা, শিক্ষিত, ধার্মিক, উচ্চতা কমপক্ষে ৫৫'', স্লিম চাঁদের মত সুন্দরী পাত্রীকে বিবাহ করা।

অভিজ্ঞতা: কমপক্ষে ২০ টি সিরিয়াস প্রেম, অর্ধশতাধিক প্রেম এবং অগণিত মেয়েকে লাইন মারার অভিজ্ঞতা। একসাথে কয়েজনের সাথে প্রেম চালিয়ে যাবার অভিজ্ঞতা সম্পন্ন। শিক্ষাগত যোগ্যতা: বিয়ে পাস। (ঐ বি.এ ও করার ইচ্ছা আছে), ইভটিজিংয়ে ডিপ্লোমা। ব্যক্তিগত তথ্য: নাম: পিয়ার উদ্দিন মহব্বত বয়স: সব-সময় যুবক।

ঠিকানা: বাডি: ৯৯, লাভ স্কয়ার, ৪২০, ভুতের গলি, প্রেমনগর। উচ্চতা: মাঝারী। শারিরীক গঠন: যারা গুনতে জানেনা তাদেরও শরীরের হাড় গুনতে সমস্যা হবে না। মুখ বাংলা পাঁচ এর মত। রং- আলকাতরাও লজ্জা পাবে তারচেয়েও কালো কোন বস্তু দেখে।

চুল একেবারে অজয় দেবগনের মত, তবে উইগ লাগানের পর। বিশাল ভুড়ি দেখে কেউ আবার ঢোল মনে করবেন না। শখ: মেয়েদের সাথে টাংটি মারা। মোবাইল নাম্বার: ০১৪২০৪২০৪২০ নিজ জেলা: প্রেমনগর। দক্ষতা: মেয়েদের পটাতে অতি পারঙ্গম।

অন্যান্য দক্ষতা: অনর্গল কারনে অকারনে মিথ্যা বলতে পারা। মেয়েদের জুতা পেটা খেয়েও দাত বের করে হাসতে পারা। দীর্ঘক্ষণ মোবাইলে প্রেমালাপ করতে পারা। মেয়েদের পিছলে জোকের মত লেগে থাকতে পারা। ভাষাগত দক্ষতা: শুধুমাত্র প্রেমের ভাষা জানা আছে।

কম্পিউটারে দক্ষতা: ফেসবুকে নামে-বেনামে ছেলে-মেয়েদের নামে অনেক একাউন্ট করার দক্ষতা। রেফারেন্স: (১) ঘটক পাখী ভাই (২) ঘটক তোতা মিয়া। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।