আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিদিনের হাদীস-৪১ ও ৪২

আমি খুবই সাধারণ কল্যাণের প্রতি আহবানের ফযীলত হযরত আবু মাসউদ আল আনসারী (রা: )হতে বর্ণিত। তিনি বলেন, একদা ব্যক্তি নাবী কারীম (সা: )-এর নিকট আগমন করল। অত:পর সে বলল, (হে আল্লাহর রাসূল)নিশ্চয়ই আমার বাহন অকেজো হয়ে গেছে। সুতরাং আমাকে একটি বাহনের ব্যবস্থা করে দিন। তিনি বললেন, এখন আমার কাছে কোন বাহন নেই।

তখন এক ব্যক্তি বলে ওঠল, হে আল্লাহর রাসূল!আমি তাকে এমন এক ব্যক্তির প্রতি দেখাতে পারি, যে তাকে বাহনের ব্যবস্থা করে নেবে। রাসূলুল্লাহ (সা বললেন, যে ব্যক্তি কোন কল্যাণের প্রতি পথ প্রদর্শন করে, তার জন্য কল্যাণ কাজ সম্পাদনকারীর সমপরিমাণ সওয়াব রয়েছে। –মুসলিম। (মিশকাত হা/১৯৮)। উযূ'র ফাযীলাত আবু হুরায়রা (রা: )হতে বর্ণিত,রাসূলুল্লাহ (ছা) বলেছেন,যখন কোন মুসলমান বা মুমিন বান্দা উযূ করে এবং তার মুখমন্ডল ধুয়ে ফেলে তখন পানির সাথে বা পানির শেষ বিন্দুটির সাথে তার চেহারা থেকে ঐ সমস্ত গুনাহ বেরিয়ে যায় যেগুলোর দিকে তার চোখ দুটির সাহায্যে দৃষ্টিপাত করেছিল।

অত:পর যখন সে তার দুটি হাত ধুয়ে ফেলে,তখন পানির সাথে বা পানির শেষ বিন্দুটির সাথে তার দুটি থেকে ঐ সমস্ত গুনাহ বের হয়ে যায়,যা তার হাত দুটির মাধ্যমে হয়েছিল। এরপর যখন সে তার পা দুটি ধুয়ে ফেলে,তখন সে পানির সাথে বা পানির শেষ বিন্দুটির সাথে ঐ সমস্ত গুনাহ বের হয়ে যায়,যার দিকে তার পা দুটি এগিয়ে গিয়েছিল,এমনকি সে গুনাহ থেকে সম্পূণ পূত-পবিত্র হয়ে যায়। -মুসলিম (মিশকাত হা/২৮৫)। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।