আমাদের কথা খুঁজে নিন

   

ভুভুজেলা শব্দ যন্ত্র রোগ ছড়ায়

ভুভুজেলা শব্দ যন্ত্র রোগ ছড়ায়। হাঁচি-কাশি , যক্ষ্মার মত রোগ ভুভুজেলার কারণে হতে পারে। এমনটা জানাচ্ছে লন্ডন স্কুল অব হাই জিন ট্রপিক্যাল মেডিসিন বিভাগের এক চিকিৎসা বিজ্ঞানী। বিবিসি স্বাস্থ্য রিপোর্ট এ সংবাদ প্রকাশিত হয়েছে। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত গত ফুটবল বিশ্বকাপে গ্যালারী ভর্তি দর্শক যে যন্ত্রটি মজা করে ফুর্তিতে বাজিয়েছিলে্, নিজ দেশের দলকে উৎসাহ দিয়েছিলো এই ভুভুজেলা। পুরো ৯০ মিনিট জুরে মাঠের খেলোয়াড়দের শব্দ পীড়া দিয়েছিলো ভুভুজেলা, যন্ত্রটির মারাত্মক ক্ষতিকর প্রভাব তখন টের না পাওয়া গেলেও গবেষণায় এর ক্ষতিকর প্রভাব এখন প্রকাশ হয়ে পড়েছে। ভুভুজেলা শুধু শব্দ দূষনই করে না। এটি বাজানোর মাধ্যমে হাঁচি কাশি ও টিবি(যক্ষ্মার ) মত রোগ পার্শ্ববর্তী মানুষের দেহে সংক্রমণ করতে পারে। বাকীটুকু পড়তে এই লিংকে ক্লিক করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।