আমাদের কথা খুঁজে নিন

   

সাহিত্যিকদের লেখা থেকে......

আমি তখন মাত্র বই পড়া শিখছি। সেসময় আমাকে অনেক শিশুতোষ কার্টুন, গল্পের বই এধরনের বই পড়তে দেয়া হতো। সেসয় 'শিশু' প্রত্রিকার মূল্য ছিল ২.০০ টাকা। যেসময়ের কথা আমি বলছি সেসময় ৫ পয়সা ১০ পয়সার বহুল প্রচলন ছিল। তো যাইহোক আমি সেসময় হুমায়ুন আহমেদের একটি ছোটদের জন্য লেখা 'বোতল ভূত' বইটি পড়ি।

সে বইটিও 'শিশু' পত্রিকা থেকে পড়ি। এরপর হুমায়ুন আহমেদের অনুজ আহসান হাবীবের একটি মাসিক কার্টুন ম্যাগাজিন 'উন্মাদ' পড়তাম। 'উন্মাদ' এর মূল্য ছিল প্রথমে ১০.০০টাকা, এরপর তা হল ১৫.০০ টাকা, তারপর তা ১৮.০০ টাকা এবং বাড়তে বাড়তে এখন তা ২৮.০০ টাকায় এসে পৌছেছে। এভাবে বিভিন্ন ভাবে দাম বাড়তো এবং তারজন্য প্রতিসংখ্যায় এরজন্য অজুহাতও ছিল। কার্টুন এরামাধ্যমে বলা হতো নিউজপ্রিন্ট এর দাম বৃদ্ধির কারনেই 'উন্মাদ' এই মূল্য।

তখন 'উন্মাদ' এ বলা হতো উন্মাদ কেন পড়বেন? কারন উন্মাদ এর মূল্য টয়লেট পেপার অপেক্ষা অনেক কম। তারপর মূহাম্মদ জাফর ইকবালের বিভিন্ন গল্পের বই ছিল যেমন বিভিন্ন কিশোর উপন্যাস সমুহ। আরও ছিল বিভিন্ন সায়েন্স ফিকশন সমূহ।  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.