আমাদের কথা খুঁজে নিন

   

নাখালপাড়ায় ইমপালস ভবন ধসের ঘটনায় ড্যাব নেতা ডা. জাহিদ গ্রেফতার!!!!!!!!!

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বিএমএ'র সাবেক মহাসচিব ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ রোববার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার দক্ষিণ (মানব পাচার প্রতিরোধ টিম) সাদিরা খাতুনের নেতৃত্বে একটি টিম নিউ ইস্কাটন উদয়ন ক্লিনিক থেকে তাকে গ্রেফতার করে। পরে ডা. জাহিদকে ক্যান্টনমেন্ট থানায় নিয়ে যাওয়া হয়েছে। এদিকে ডা. জাহিদের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে বিএনপি নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তার মুক্তির দাবিতে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করা হয়।

ডা. জাহিদকে যখন গ্রেফতার করা হয় তখন তিনি উদয়ন ক্লিনিকে রোগী দেখছিলেন। এ সময় সাদা পোশাকের ৭/৮ জন লোক উদয়ন ক্লিনিকে প্রবেশ করে এবং ডা. জাহিদকে তাদের সাথে যেতে বলে। ডা. জাহিদ তাদের পরিচয় জিজ্ঞাসা করলে সাদা পেশাকের দলটি গোয়েন্দা পুলিশের সদস্য বলে জানায়। সহকারী কমিশনার সাদিরা খাতুন জানান. নাখালপাড়ায় ইমপালস ভবন ধসের ঘটনায় আপনি এজাহারভুক্ত আসামি। আপনাকে আমাদের সাথে যেতে হবে।

এ সময় ডা. জাহিদ গোয়েন্দাদের কাছে ওয়ারেন্ট দেখতে চান। গোয়েন্দা পুলিশ তাকে মামলার কাগজ দেখিয়ে গাড়িতে উঠতে বলে। ডা. জাহিদ সাংবাদিকদের জানান, ইমপালস ভবন নির্মাণের সাথে তিনি সম্পৃক্ত নন। রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যই তাকে গ্রেফতার করা হয়েছে। এরপর তিনি গোয়েন্দা পুলিশের স্কর্টে গাড়িতে উঠেন।

মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি মনিরুল ইসলাম শীর্ষ নিউজ ডটকমকে বলেছেন, নাখালপাড়ায় ভবন ধসের মামলায় ডা. জাহিদ হোসেন এজাহারের আসামি। যে কারণে তাকে গ্রেফতার করে ক্যান্টনমেন্ট থানায় নেয়া হয়েছে। অন্যদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি অপারেশন ওমর ফারুক শীর্ষ নিউজ ডটকমকে জানান, নাখালপাড়ায় ইমপালস মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের পাইলিং ধস মামলায় ডা. জাহিদ এজাহারভুক্ত আসামি। ডা. জাহিদকে আমরা এখনো বুঝে পাইনি। তাকে বুঝে পাওয়ার পরই দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হবে।

ডা. জাহিদের ভাই ডা. জাকির হোসেন রাতে শীর্ষ নিউজ ডটকমকে বলেছেন, তার ভাই এমনকি তাদের কোনো আত্মীয়-স্বজনও ইমপালস হাসপাতালের মালিকানার সাথে সম্পৃক্ত নন। তার জানা মতে. বারডেম এর নাক, কান ও গলা বিভাগের প্রধান ডা. আলী জহির আল আমিন নির্মাণাধীন হাসপাতালটির এমডি। তিনি বলেন, মালিকানার সাথে তার ভাইয়ের নাম জড়িত করার বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত। তার ভাই যখন অসুস্থ মা ও ভাবীকে দেখার জন্য ময়মনসিংহে যাবার প্রস্তুতি নিচ্ছিলো তখন তাকে গ্রেফতার করা হয়। এদিকে ডা. জাহিদকে গ্রেফতারের প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন নবী খান সোহেলের নেতৃত্বে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কর্মীরা নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে বিক্ষোভ মিছিল বের করে।

তারা ডা. জাহিদের মুক্তি দাবি করে শ্লোগান দেয়। উল্লেখ্য, গত শুক্রবার রাত ১১টা ৫৫ মিনিটে ৩০৫/এ, পূর্ব নাখালপাড়ায় ইমপালস মেডিকেল কলেজ হাসপাতাল এর ২২ তলা ভবনের পাইলিং ধসে পড়ে। এই হাসপাতালের ৮০ জন মালিকের মধ্যে ডা. জাহিদ হচ্ছেন একজন। এই পাইলিং ধসের ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মোট ৭টি মামলা দায়ের করা হয়। একটি মামলার বাদী হয়েছে রাজউক।

বাকি ৬টি মামলার বাদী হচ্ছেন আশপাশের ক্ষতিগ্রস্ত ভবন মালিকেরা। এসকল মামলায় মোট আসামির সংখ্যা ৬৭ জন। ডা. জাহিদ হচ্ছেন তাদের একজন। আগামীকাল সকালে ডা. জাহিদকে আদালতে পাঠানো হবে বলে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।