আমাদের কথা খুঁজে নিন

   

বান্দরবনের ব্যাপারে বিশেষজ্ঞদের হেল্প চাই {জরুরি} সৌম্য ভাই আপনে কই ?

আমার কমেন্টস ব্যান করে দিছে তাই নিজের পোস্ট ছাড়া কাউকে কমেন্টস দিতে পারছিনা অনেকদিন আগে থেকেই বান্দরবন যাবার তারিখ ঠিক করেছিলাম মে মাসে যাবো কিন্তু এই বৃষ্টি দেখে আর সাহস হচ্ছেনা এর আগে একবার গিয়েছিলাম কেওক্রাডাং পর্যন্ত ...এবার আশা ছিলো কেওক্রাডাং তাজিংডং আর সাকাহাফং জয় করবো কিন্তু কি এই বৃষ্টি দেখে বুঝতে পারছিনা কি করবো...............অভিজ্ঞরা হেল্পান । এই বৃষ্টিতেকি যাওয়া ঠিক হবে ? রাস্তাতে কি ধরনের সমস্যা হবে ? পাহাড়ে কি উঠা যাবে ? পানির কারণে কি কি সমষ্যা হবে ? ম্যালেরিয়ার প্রকোপ কেমন হবে ? সর্বোপরি আমরা যারা এত অভিজ্ঞ না তাদের এই বৃষ্টিতে বের হওয়া কি ঠিক হবে ? আমরা দুই তিনদিনের ভিতরেই যেতে চাচ্ছিলাম আর কয়দিন লাগতে পারে এবং এই পাহাড়গুলো জয় করতে কোন সময় সবচেয়ে উপযোগী? পরামর্শ দেন আরেকটা ছোট্র পরার্মশ দেন যদি বান্দরবন বাতিল করে তবে ২/৩ দিনের জন্য কোথা হতে ঘুরে আসলে ভালো হয় ? কারণ টুর না দিলে মারা যাবো প্রায় একটা টুর দিতেই হবে কিছুদিনের ভিতরে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।