আমাদের কথা খুঁজে নিন

   

বান্দরবনের জীপ

আমার ব্যক্তিগত ব্লগ

ছোট মামা বাইসরি (বান্দর বনের নাইখংছড়ি উপজেলার একটা এলাকা) এলাকার একটা রাবার বাগানের ম্যানেজার ছিলেন। সেই সূত্রে যাওয়া (ভুমিকাটা আর বড় না করি)। রামু (সম্ভবত থেকে জীপে উঠতে হবে। বেশ কয়েকটা পুরানো রং চটা জীপ দাড়িয়ে ছিল। মামা একটা জীপে টিকেট কাটলেন, মামী স হ আমাদের 3জনকে জীপের সামনে বসতে বললেন।

ভাবলাম, এতো জায়গা থাকতে এরকম গাদাগাদি করে বসার মানেটা কি, যাই হোক তখনও বুঝিনি, আমি স্বর্গসুখে বসছি। একটুপর ড্রাইভার আসল, গাড়ি স্টার্ট নিলো। এবার শুরু হলো লোক ওঠার পালা। প্রথমে পিছনের সিট বা জায়গা ভরে গেল (দাড়িয়ে, বসে, বাঁকা হয়ে), এরপর ছাঁদ ভরলো, একমাছ ওয়ালা তার বিশাল টুকরি নিয়ে উঠেছিলো, এটা পরে বঝেছিলাম যখন মামীর গায়ে ঐ মাছের পানি পড়লো। এরপর গাড়ীর গা ঘেসে মানুষ ঝুলে পড়লো চারপাশটা পুরো ঢেকে গেল, এমনকি সামনে 2পাশের গাড়ীর দরজা পুরোপুরি ঢেকে গেল।

আমি ভাবলাম েওঠা শেষ হয়েছে, কিন্তু তখনোও আমার আশ্চর্য হবার অনেক বাকি ছিলো। এরপর জীপের সামনে জাতাজাতি করে লোক ভরে গেল। ব্যাপার হলো এই যে, কেউ দেখলে মনে করবে অনেকগুলো মানুষ একবারে জড়ো হয়ে কোনো চারকোনা কিছু তৈরি করেছে। আমি খুব ভালো ভাবে বোঝার চেষ্টা করলাম ড্রাইভার কিভাবে দেখছে, কারন জানালায় সামনে সব জায়গায় শুধু মানুষ আর মানুষ। কিছুই দেখা যায়না।

কিন্তু এর মধ্যেও ঐ লোক কিভাবে যেন আন্দাজ করে পাহাড়ি রাস্তায় নানা বাঁক পেরিয়ে, উঁচু নিচু রাস্তা পার হয়ে আমাদের গন্তব্যে নিয়ে গিয়েছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।