আমাদের কথা খুঁজে নিন

   

দূর্যোগ কিংবা ধ্বসঃ শেষ পর্যন্ত সামুর উপর দিয়েই গেলো (!!)

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি আজ সকালে কয়েকটি দৈনিকের পাতায় খবরটা দেখেই ভয়ে ভয়ে আতকে উঠে ছিলাম ! কখন না জানি পৃথিবীটা ধ্বংস হয়ে যায় যদিও সন্ধ্যা ৬ টার আগে সকলে নিরাপদ। তবে সামুর অবস্থা দেখে ভয় পেয়েছি এই করণে যে হয়তো সেই ভয়াবহ ধ্বংস লীলা সামুর উপর দিয়ে গেছে। আজ সকাল ৯টার পরে যতবারই সামুতে লগঅন করতে গেছি ততবারই একটা ম্যাসেস আমাকে হতাশ করেছে। হয়তো আপনারাও কম বেশী সকলে সেই বার্তাটি দেখেছেন। যা হোক শেষ পর্যন্ত সামুর বিজ্ঞ, অভিজ্ঞ টেকি ভাইদের অক্লান্ত পরিশ্রমের পর সামু আবার আমাদের মাঝে ফিরে এসেছে।

এই জন্য আমি সামুর সকল কর্মকর্তা, মডারেটর, সম্পাদকগণ, কর্মচারী ও টেকনিশিয়ান ভাইদের জানাই আন্তরিক মোবারক বাদ। আজ দৈনিক জনকন্ঠের প্রথম পাতায় একটি খবর বিশেষ গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে "পৃথিবী ধ্বংস হবে আজ" বিস্তারিতঃ আজ শনিবার পৃথিবী ধ্বংস হয়ে যাবে। অবাক করা এই সংবাদ প্রচার করেছেন যুক্তরাষ্ট্রের হ্যারল্ড ক্যাম্পিং। তিনি বলেন, শনিবার সন্ধ্যায় পৃথিবী ধ্বংস হয়ে যাবে। হ্যারল্ড ক্যাম্পিং ক্যালিফোর্নিয়াভিত্তিক ক্রিশ্চিয়ান ফ্যামিলি রেডিওর প্রেসিডেন্ট।

এই রেডিওতে ধর্মীয় বিভিন্ন বিষয় প্রচার করা হয়। এর আগেও ক্যাম্পিং প্রচার করেছিলেন, ১৯৯৪ সালের ২১ মে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিন্তু তা ঘটেনি। এটাকে তিনি হিসাবে ভুল হয়েছে বলে উল্লেখ করেন। বিভিন্ন বার্তা সংস্থার খবরে এ কথা জানা যায়।

এ প্রসঙ্গে ক্যাম্পিং বলেন, একটি ভয়াবহ ভূমিকম্পের মাধ্যমে এই পৃথিবী ধ্বংস হবে। আর এই ভয়াবহ ভূমিকম্পটি হবে বিশ্বের প্রতিটি অঞ্চলে। শনিবার প্রত্যেক অঞ্চলের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় একযোগে এ ভূমিকম্প আঘাত হানবে, আর এতে সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ক্যাম্পিং বলেন, পৃথিবী ধ্বংসের বিষয়টি পর্যবেৰণ করতে এ সময় তিনি টিভি অথবা রেডিওর সামনে থাকবেন। এই ধ্বংসের বিষয়টি প্রচার করার জন্য তাঁর সমর্থকরা সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ২২শ' বিলবোর্ড স্থাপন করেছে।

আর বেশ কয়েকজন সমর্থক গাড়িতে করে সারাদেশে এ তথ্য প্রচার করছে। তিনি আরও বলেন, ২১ মে আমি আমার স্ত্রীর সঙ্গে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আলামেদায় থাকব। ফ্যামিলি রেডিওর ওয়েবসাইটে বলা হয়, জেনেসিস মতে, পৃথিবী ধ্বংসের এই দিনক্ষণ বাইবেল এবং কিছুটা গাণিতিক সমীকরণের ওপর ভিত্তি করে হিসাব করা হয়েছে। গাণিতিক সমীকরণটি হচ্ছে_ ৪৯৯০+২০১১-১=৭০০০। অর্থাৎ নূহ আমলের সাত হাজার বছর পরের বছর হচ্ছে ২০১১।

এখানে সমীকরণে ১ বছর বাদ দেয়া হয়েছে, কারণ শূন্য বছর হয় না। প্রকাশিত খবরে বলা হয়, জেনেসিস মতে, যখন মহাপস্নাবন হয়েছিল তখন ঈশ্বর বলেছিলেন, তিনি সাত দিনের মধ্যে দুনিয়া ধ্বংস করে দেবেন। পিটার বলেন, আমি জানি, একদিন সমান এক হাজার বছর। এ মতের বিশ্বাসীরা বলেন, পৃথিবী ২১ মে ধ্বংস হবে কেননা খ্রিস্টপূর্ব ৪৯৯০ সালের দ্বিতীয় মাসের ১৭তম দিনে বন্যা শুরু হয়েছিল। আর বাইবেলীয় ক্যালেন্ডার অনুযায়ী ২০১১ সালের ২১ মে হচ্ছে দ্বিতীয় মাসের ১৭তম দিন।

তবে এ বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন ক্লিপটনের ভ্যালি রোডের ভ্যালি চ্যাপেল এ্যাসেম্বলি অব গডের যাজক ডুগ সুভিনো। তিনি বলেন, পৃথিবী ধ্বংসের এ বিষয়টি কেবল ভুলই নয়, অযৌক্তিকও। যা হোক সন্ধ্যা ৬টা পার হয়েছে ১ ঘন্টা ৩০মিনিট আগে, সুতরাং হ্যারল্ড ক্যাম্পিং এর ভবিষ্যতবাণী মিথ্যা প্রামনিত হয়েছে ২য় বারের মতো। আর সামুও নিরাপদে ফিরে এসেছে আমাদের মাঝে এই জন্য কৃতজ্ঞতা ও প্রশংসা জানাই সৃষ্টিকর্তাকে। সকলে ভালো থাকবেন।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.