আমাদের কথা খুঁজে নিন

   

আপনার পছন্দের পারফিউম কোনটি ?

সুখি হওয়ার সবচেয়ে সহজ উপায় বিবেক হীন হওয়া। আজকাল পারফিউম ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। পারফিউমের ঘ্রাণ মানুষের ব্যক্তিত্বের পরিচায়ক। তাই এমন কোন কড়া পারফিউম ব্যবহার করা যাবে না যা আপনার আশেপাশের মানুষের বিরক্তির কারন হয়ে দাঁড়ায় । অতএব ব্র্যান্ড নির্বাচনে আপনাকে হতে হবে সাবধানী।

পুরুষ মানুষের জন্য হালকা ঘ্রাণের পারফিউমই মানানসই। বাজারের হাজারো ব্র্যান্ডের পারফিউমের ভিড়ে নিজের জন্য মানানসই পারফিউমটি খুঁজে নেওয়া বিরাট শ্রমসাধ্য ব্যাপার। তাই অতি জনপ্রিয় কিছু পারফিউমের ব্র্যান্ডের নাম শেয়ার করছি যা থেকে অনায়াসে বেছে নিতে পারেন আপনার জন্য প্রযোজ্য পারফিউমটি। আরেকটা কথা, পারফিউমের ব্র্যান্ড নির্বাচনে সাধ ও সাধ্যের সমন্বয়টা ও বিশেষ জরুরিঃ • গুচ্চি • বারবেরি • কার্টিয়ের • ভার্সাসে • ডানহিল • থিয়েরি মুগলার • মত ব্লাশ • ভিক্টরিনক্স • গিয়ার ফ্রাঙ্কফেরে • এজারো • এস্কাডা • হুগো বস • রবার্টো কাভাল্লি • হেরমেস • বস • ভ্যালিন্টিনো • আরমানি কোড • ফারেনহাইট • ডিজেল আমি আমার জানা ব্র্যান্ডের নামগুলি শেয়ার করলাম। আপনারা কে কি ব্র্যান্ড ব্যবহার করছেন, আপনার ব্র্যান্ডটির বিশেষত্ব কি এখানে তা শেয়ার করতে পারেন।

তাহলে যারা এখনো নির্দিষ্ট কোন ব্র্যান্ড চুজ করেননি তারা দিক নির্দেশনা পেয়ে উপকৃত হবেন। বলে রাখি আমার আবার নির্দিষ্ট কোন ব্র্যান্ড এর প্রতি দুর্বলতা নেই। বিভিন্ন সময় বিভিন্ন ব্র্যান্ড ইউজ করি। এই যেমন এখন ব্যবহার করছি আরমানি কোড। এটি আমার খুব প্রিয় একটি ব্র্যান্ড।

আপনার প্রিয় ব্র্যান্ড এর নাম কি?  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.