আমাদের কথা খুঁজে নিন

   

আশরাফুল কি দেখাইল : কই যারা আশরাফুলকে ফুল বলেন? তারা কুথায় ? কথা বলেন না কেন?

তৃতীয় দিন শেষে আশরাফুলের সংগ্রহ ১৮৯ রান। আর মাত্র ১১ রান পেলেই বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বারের মতো ডাবল সেঞ্চুরি করার রেকর্ড গড়বেন তিনি। ৩৯৮ বলে আশরাফুলের সংগ্রহ ১৮৯ । দুর্দান্ত পারফর্মেন্সর পর সবাই অভিনন্দন জানাইতে জানাইতে শেষ । কিন্তু যারা ২ দিন আগেও তাকে নিয়ে ব্যঙ্গ করেছেন তাদের বলছি ।

ব্যাট দিয়ে জবাব দিল আমাদের হিরো । আগামী কাল এরকম আরেকটা গর্জন হবে ডাবল সেঞ্চুরির পর। আশরাফুল বাংলাদেশের 'টেন্ডুলকার' নন। টেন্ডুলকারই ভারতের 'আশরাফুল'[/sb আজকের রেকর্ড সমূহঃ বাংলাদেশের পক্ষে বিদেশের পিচে সর্বোচ্চ স্কোরঃ ৪৩৮/৪ বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যাক্তিগত স্কোরঃ মোহাম্মদ আশরাফুল- ১৮৯* বলের হিসেবে বাংলাদেশের পক্ষে সবথেকে দ্বিতীয় দীর্ঘ ইনিংস এখন আশরাফুলের ৩৯৮* বল। (আমিনুল ইসলাম ৪১৪) যে কোন উইকেট জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ পার্টনারশিপ (মুশফিক ও আশরাফুল) ২৬১* পঞ্চম উইকেট জুটিতে শ্রীলংকার মাঠে সর্বোচ্চ পার্টনারশিপ (মুশফিক ও আশরাফুল) ২৬১* # সচীন ও রায়নার রেকর্ড ভেঙ্গে গেলো।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।