আমাদের কথা খুঁজে নিন

   

আশরাফুল

আশবাফুল দোষ করছে স্বীকার করি, কিন্তু এইটাও জানি Asraful is a very small fish, অনেকটা মলা ঢেলা টাইপ। শুধু আশরাফুলের কথা কই ক্যান? স্বর্গবাসী হ্যান্সি ক্রনিয়ে থেকে শুরু কইরা হাল আমলের বাট, আমির, আসিফ, শ্রীশান্ত এবং নাম না জানা আরো অনেক খেলোয়াড় যাদেরকে আপ্নারা ফিক্সিং এর কথা কইয়া ফিক্সড ডিপোজিট কইরা দিছে তারা সবাই মলা ঢেলা অর্থাৎ চুনোপুঁটি। চুনোপুঁটি কেন জানেন?? কারন ২ মিলিয়ন ডলারের ফিক্সিং করে রুই কাতলারা আর মলা মাছ পায় ২০ লাখ!!! টাকার ভাগের বেলা না চিনলেও বাঁশের ভাগের ডলাটা কিন্তু পুরাটাই যায় মলার উপ্রে দিয়া!! মলা ঢেলা খাইলে নাকি চোখের জ্যোতি বাড়ে শুনছি আপনারা শুধু এই কয়েকটা মলা ঢেলা না পারলে আরো মলা ঢেলা ধরেন সমস্যা নাই কিন্তু কথা হইলো মলা ঢেলা ধইরা তো শেষ করতে পারবেন না এরা খায় কম টয়লেটও করে কম কিন্তু ফুডায় বেশী!!! এর চেয়ে বরং কয়েকটা মলা ঢেলা খাইয়া চোখের জ্যোতি টোতি বাড়াইয়া রুই কাতলা ধরা শুরু করেন লাগলে এইসব আকসু মাকসু বাদ দিয়া এই মামলাডা ইন্টারপোল অথবা অন্য কোন এই টাইপের আন্তরজাতিক গোয়েন্দা সন্সথার উপর কাজটা ছাইড়া দেন দুই একটারে ধইরা ডলা-মলা তাতেও কাজ না হইলে নাইলে ডিম-ডুম দেক, আসল খবরটা বাইর হোক দেখবেন কয়েক দিন সব ঠাণ্ডা!! ক্রিকেটাররাও মানুষ তারা ফেরেশতা না যে তাদের লোভ মোহ থাকবো না আর আমার দেশের ক্রিকেটারগুলা বেশীর ভাগই অজপাড়া গ্রামের কুঁড়ে ঘর থেকে উঠে আসা তাই এদেরকে কেনা অনেকটাই সহজ, আপনারা ফ্রাঞ্চাইজ মালিকরা মোটা টাকার লোভ দেখাইয়া তাদেরকে আপনাদের দলে খেলাইয়া টাকা পয়সা জমাইয়া তো সুখেই আছেন কিন্তু যেই ছেলেটা কৃষক বাবার মাঠের কাজ ফাঁকি দিয়ে ক্রিকেটের মাঠে এসে হাড়ভাঙ্গা পরিশ্রম করে তারও তো ক্ষুধা আছে ত্রিস্না আছে তারও তো টাকার দরকার আছে আসলে আপনারা সেই পুরোনো আমলের জোতদারদের মত তাদের রুটি রুজি গ্রাস জরবেন আর তারা জীবন বাঁচানের জন্য একমুঠো খাবার চুরি করলে তার উপর চাবুক চালাবেন, এইটা তো মেনে নেয়া যাবে না। রুখে দাঁড়াতে হবে খেলোয়াড় সমর্থক সবাইকে!!!! বিঃ দ্রঃ আল্লায় জানে পাকিস্তানীগো নাম নেওার অপরাধে আবার ছাগু ট্যাগ খাইতে হয় কিনা!!! বিঃ দ্রঃ আল্লায় জানে ভারতীয়গো নাম নেওার অপরাধে আবার ভাদা ট্যাগ খাইতে হয় কিনা!!! বিঃ বিঃ দ্রঃ এই দুই দলের নাম নেওয়ার অপরাধে আমার স্ট্যাটাস টা খাইয়াও ফেলতে পারে কেউ তাই ভুল ত্রুটি হইলে ক্ষমা কইরা দিয়েন!!! সবশেষে একটা স্লোগান ছোট বনে বড় ফুল সে মোদের আশরাফুল, ছেলেটা মারেনাই গুল বুঝতে পারছে সে নিজের ভুল। তাই দয়া করে তারে বুইঝেন্না কেউ ভুল!!! মুল লেখা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।