আমাদের কথা খুঁজে নিন

   

ঠিকানা

সুখ রাজ্যের কেউ নই আমি কিসের ভাগ নিতে কাকে ডাকি! রিক্ত হৃদয়ে শূন্য ডালি সাজি, ফুলের মূল্য আমি জানি। দুঃখ রাজা আমি কিনেছি অনেক দামে দুঃখ প্রাসাদ, শ্বেত পাথরে এঁকেছি শুধু কষ্টের নীল দাগ। জীবন আমার হয়নিতো শুরু তবু বয়স বেড়েছে ঢের, রাজ্য আমার নিশ্চিন্ত থাকে দুঃখ কিনেছি ফের। দুঃখ পিয়াসী হও যদি তোমার রইল নিমন্ত্রণ, দুঃখের ফেরি ফুরাবে না মোর সাতটি রাজার ধন। আসো যদি দেব তোমায় নীল দুঃখ মালা, এক পেয়ালায় নেব স্বাদ সাধের দুঃখ-জ্বালা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।