আমাদের কথা খুঁজে নিন

   

ঠিকানা

চেষ্টা করছি কিছু করার।

সেই এক বিন্দু জল,
যার গতিপথ ওই আকাশ থেকে মাটি ...

সে মেঘ হয়ে উড়ে বেড়ায় আকাশে।
উপর থেকে মাটি দেখে,
মাটির গাছপালা আর মানুষগুলোকে দেখে।
সে যেতে চায় মাটির কাছে-
গাছপালার কাছে -
আর মানুষগুলোর কাছে-


তার গতিপথ ওই আকাশ থেকে মাটি অবদি।

আকাশ থেকে মাটিতে নেমে আসার পর
সে নি:শ্বেষিত হবে ।
সে জানে ...
তবুও সে নেমে আসতে চায়,
ক্ষণিকের জন্য কাছ থেকে দেখতে চায় ।

একদিন --
সে বর্ষা হয়ে ঝড়ে পড়ে।

কিন্তু,
এত আশা নিয়ে যে ঝড়ে পরা -
তা আর পূরণ হয় না,
সভ্যতা তা হতে দেয় না ।

সে আছড়ে পরে পিচ ঠালা রাস্তায়,
নয়তো কংক্রিটের দেয়ালে।
অবশেষে সে স্থান পায়,
পচা নর্দমায় ॥


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।