আমাদের কথা খুঁজে নিন

   

আশরাফুল ১৮৯, মুশফিকুর রহিম ১৫২ অপরাজিত

আশরাফুলের পর মুশফিকুর গল টেস্টে জ্বলে উঠেছেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। মোহাম্মদ আশরাফুলের পর সেঞ্চুরি করেছেন অধিনায়ক মুশফিকুর রহিম। এটি বাংলাদেশ দলপতির দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪৩৮ রান। আশরাফুল ১৮৯ ও মুশফিকুর ১৫১ রান নিয়ে অপরাজিত আছেন।

মুশফিকুরের দেড় শতরানের ইনিংসটি এসেছে ২২৬ বলে। দেড় সেঞ্চুরির পথে ১৮টি চার একটি ৬ হাঁকান তিনি। আর আশরাফুল ১৮৯ রানে পৌঁছান ৩৯৮ বল খেলে। তিনি হাঁকেন ২০টি চার ও একটি ছয়ের মার। এর আগে ৪ উইকেটে ৫৭০ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিক শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার তিনজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেন। দলীয় সর্বোচ্চ ১৫৫ রান করে অপরাজিত থাকেন লাহিরু থিরিমান্নে। দীনেশ চান্দিমাল অপরাজিত থাকেন ব্যক্তিগত ১১৬ রানে। এ ছাড়া কুমার সাঙ্গাকারা ১৪২ রান করেন। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।